/indian-express-bangla/media/media_files/2025/10/05/cats-2025-10-05-17-58-06.jpg)
স্মার্টফোনের বাজারে আলোড়ণ, ফের ঝড় তুলতে প্রস্তুত OnePlus ।
OnePlus শীঘ্রই তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জল্পনা চলছে যে ফোনটি ২৭ অক্টোবর চিনে এবং ১৩ নভেম্বর ভারতসহ বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি কোম্পানি লঞ্চের একটি টিজার সামনে এনেছে। পাশাপাশি ফোনের ডিজাইন ও কিছু স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে ।
OnePlus 15-এ থাকবে 6.78 ইঞ্চি 1.5K BOE X3 ডিসপ্লে, যা ডলবি ভিশন, HDR10+, Pro XDR ভিজ্যুয়াল এবং 1 থেকে 165Hz ডায়নামিক রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লেটি 8T LTPO প্রযুক্তি সমর্থন করবে এবং সর্বোচ্চ উজ্জ্বলতা হবে 1800 নিট। এছাড়াও ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
প্রসেসর হিসেবে থাকবে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, সাথে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ। ব্যাটারি ৭,৩০০mAh ক্ষমতার, যা 120W তারযুক্ত এবং 50W ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে। সফটওয়্যারের জন্য ফোনটি চলবে Android 16-এর উপর ভিত্তি করে ColorOS 16।
ফটোগ্রাফির দিক থেকে ফোনটিতে থাকবে 50MP Sony LYT-700 ওয়াইড, 50MP Samsung JN5 আল্ট্রা-ওয়াইড এবং 50MP Samsung JN5 টেলিফটো লেন্স। টেলিফটো লেন্সে থাকবে OIS এবং 3.5x অপটিক্যাল জুম। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে নেক্সট-জেন কুলিং সিস্টেম, স্টেরিও স্পিকার, মাল্টি-ফাংশনাল NFC, IR ব্লাস্টার, USB-C পোর্ট, এবং IP66/IP68/IP69 রেটিং।
OnePlus 15-এর পাশাপাশি কোম্পানি OnePlus 15R মডেলেরও উপর কাজ করছে। তবে 15R মডেলের লঞ্চের তারিখ এখনও নিশ্চিত নয়। OnePlus 15-এর রঙের বিকল্প হিসেবে থাকবে কালো, বেগুনি এবং স্যান্ডস্টর্ম।এই লঞ্চের মাধ্যমে OnePlus আবারও ফ্ল্যাগশিপ বাজারে প্রবল প্রতিযোগিতা তৈরি করতে চলেছে।
আরও পড়ুন- দীপাবলির আগেই লঞ্চ, ধামাকা রিচার্জ প্ল্যানে বাজারে 'বিস্ফোরণ'