/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/oneplus-6t-weibo.jpg)
টিজার দিয়েই দিন প্রকাশ করল ওয়ানপ্লাস।
মুক্তি পেল OnePlus এর পরবর্তী ফোনের টিজার। যা নিয়ে ইতিমধ্যে হুড়োহুড়ি পড়েছে গ্রাহকদের মধ্যে। টিজারের মধ্যে দিয়ে লঞ্চের দিন ঘোষনা করেছে কোম্পানি। ২০১৯ সালের ১৫ জানুয়ারি মুক্তি পাবে OnePlus 6T। ইতিমধ্যে গুজব রয়েছে ফোনটিতে 5G ব্যবহার করা যাবে। কোম্পানির সিইও চিনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিশ্চিত করেছিলেন যে তাঁদের আগামী ফোনে থাকবে 5G। কিন্তু সেটি OnePlus 6T কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইতিমধ্যে OnePlus 7 ফ্ল্যাগশিপ ফোনের ইঙ্গিত দিয়েছে কোম্পানি।
The next @oneplus flagship will be 5G-compatible and will be launched in January, 2019https://t.co/cfJxGSsZFo
— Express Technology (@expresstechie) September 4, 2018
আপনার মন কি ওয়ানপ্লাস সিক্স কেনার জন্য আজও আনচান করছে? এদিকে পকেটে টান আর ওয়ানপ্লাস সিক্সের বিরুদ্ধে কিছু অভিযোগ শুনে থমকে গেছেন? কিনে যখন ফেলেননি, তাহলে একটু দাঁড়িয়েই যান। আর মাত্র কটা দিন। অবশ্য এতদিন কথা হয়েছিল অক্টোবর মাসেই লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাসের দ্বিতীয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 6T। আপাতত সেটি ভুয়ো বলেই প্রমাণিত। CNET সূত্রের খবর, এর দাম ৩৮,৩৮৭ টাকা হতে পারে ভারতের বাজারে।
দুর্ভাগ্যবশত, OnePlus 6T এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, OnePlus 6T ব্যাপকভাবে Oppo এর R17 দ্বারা অনুপ্রাণিত হয়েছে। ফিচার, ৬.৪ ইঞ্চির ডিসপ্লের নচ, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মত অত্যাধুনিক ফিচারে ভরপুর থাকবে আসন্ন ফোনটি। স্মার্টফোনটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা বর্তমানে OnePlus 6 এ রয়েছে। ভিডিও দ্বারা যেটি স্পষ্ট তা হল ফোনটিতে থাকতে পারে ডুয়াল টোনের LED ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা।