Advertisment

নতুন কি থাকবে OnePlus 6T তে?

ডিসপ্লের মধ্যে যে প্রযুক্তি নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে OLED প্যানেল, এবং ওপরের দিকে থাকবে একটি মৃদু আলো, যা আনলক করার জন্য স্পর্শ করলেই জ্বলে উঠবে।

author-image
IE Bangla Web Desk
New Update
OnePlus 6T coming in October,

অক্টোবর মাসেই ওয়ানপ্লাসের নয়া ধামাকা

OnePlus 6T ফোনটিতে থাকবে স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এমনটাই জানিয়েছে CNET। ওয়ান প্লাস সংস্থা থেকে ইমেলের মাধ্যমে জানানো হয়েছে, যে ফোনটিতে থাকবে স্ক্রিন আনলক সিস্টেম। আমরা দিনে আমাদের ফোন একাধিকবার আনলক করি এবং স্ক্রিন আনলকটি খুব সহজেই সম্পন্ন করা যাবে। ফেস আনলকের বিকল্প হিসাবে এই বৈশিষ্ট্য নিয়ে আসা হয়েছে।

Advertisment

ডিসপ্লের মধ্যে যে প্রযুক্তি নিয়ে আসা হয়েছে, তারসঙ্গে OLED প্ল্যানেল ও ওপরের দিকে থাকবে একটি মৃদু আলো যা আনলক করার জন্য স্পর্শ করলেই জ্বলে উঠবে। এই ফিচারের জন্য আগের ফোনটির তুলনায় একটু চওড়া। ইন্টারনাল হার্ডওয়ারকে উন্নত করা হয়েছে এই ফোনে। কোম্পানির দাবি আনলক হওয়ার যা গতি থাকবে তা আর পাঁচ থেকে অনেকটাই আলাদা হবে।

আরও পড়ুন: এবার ভারতীয়রা পাবেন Moto G6 Plus 

OnePlus মূলত OnePlus 5T প্রযুক্তির বাস্তবায়ন করার পরিকল্পনায় ছিল। কিন্তু প্রযুক্তিগত দ্রুত এবং মসৃণ অভিজ্ঞতা দেওয়ার জন্য এবং মান বাড়াতে নতুন আরও অত্যাধুনিক ফিচার থাকবে 6Tতে।

ওয়ানপ্লাস চিরকালই T-Mobile নেটওয়ার্কের সঙ্গে কাজ করে এসেছে। কিন্তু এই নতুন ভার্সনের জন্য ওয়ানপ্লাস পরিকল্পনা করেছে ৬০০ Mhz এর অপারেটর নেটওয়ার্ক ব্যবহারে সমস্যা আছে কিনা তা পরীক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। তবে কোম্পানি আশা করছে প্রযুক্তিগত দিক দিয়ে অনুমোদন পাবে OnePlus 6T।

দুর্ভাগ্যবশত, OnePlus 6T এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, OnePlus 6T ব্যাপকভাবে Oppo এর R17 দ্বারা অনুপ্রাণিত হয়েছে। ফিচার, নচ এর পৃথক ভোল, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মত অত্যাধুনিক ফিচারে ভরপুর থাকবে আসন্ন ফোনটি। স্মার্টফোনটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা বর্তমানে OnePlus 6 এ রয়েছে। ৬.৪ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে ফোনটিতে। আশা করা হচ্ছে দুটি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে OnePlus 6T। এ ছাড়া আকর্ষনীয় বিষয় হল ফোনটিতে ৩টি রিয়ার ক্যামেরা পাবেন গ্রাহকরা। তবে চার্জের ক্ষমতা ও ব্যটারি ব্যাকআপে কড়া নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

oneplus 6
Advertisment