করোনা পরিস্থিতিতেই লঞ্চ হল OnePlus 8 এবং OnePlus 8 Pro। ফাঁকা পেক্ষাগৃহের মধ্যেই ওয়ানপ্লাসের কর্মকর্তারা তাদের বছরের ফ্ল্যাগশিপ ফোন প্রকাশ্যে নিয়ে এসেছে। গতকাল যা অনলাইনে টেলিকাস্ট করা হয়েছে। OnePlus 8 এর টপ মডেলে থাকছে ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম । ২১ এপ্রিল থেকে ইউনাইটেড স্টেটে সেল শুরু হবে। তবে ভারতে কবে লঞ্চ হবে কোম্পানির তরফ থেকে সে বিষয়ে এখনও কিছু জানান হয়নি।
OnePlus 8 এবং OnePlus 8 Pro দুই ফোনে কী কী স্পেসিফিকেশন রয়েছে?
* স্ক্রিন- OnePlus 8 ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির Fluid AMOLED ডিসপ্লে। প্রো ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির QHD+ Fluid ডিসপ্লে।
* প্রসেসর- OnePlus 8 এবং OnePlus 8 Pro দুটি ফোন ৮৬৫ প্রসেসরে চলবে। যা কোয়ালকমের সবচেয়ে উন্নত প্রসেসর।
* র্যাম স্টোরেজ- দুটি ফোনই ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি UFS 3.0 স্টোরেজ থাকছে।
*ক্যামেরা- OnePlus 8 ফোনটিতে থাকছে তিনটি রিয়ার ক্যামেরা। OnePlus 8 Pro ফোনে থাকছে ৪ টি রিয়ার ক্যামেরা। মূল ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেলের Sony IMX 586 সেন্সর থাকছে OnePlus 8 মডেলে। এছাড়া থাকছে ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং অন্যটিতে ম্যাক্রো লেন্স থাকছে। OnePlus 8 Pro ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেলর Sony IMX689 সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড লেন্স এবং 3X টেলিফোটো লেন্সের সঙ্গে কালার ফিল্টার লেন্স।
*ব্যাটারি- OnePlus 8 ফোনে থাকছে ৪৩০০ mAh ব্যাটারি, OnePlus 8 Pro ফোনে থাকছে ৪৫১০ mAh ব্যাটারি। দুটো ফোনেই থাকছে Warp charger 30T। The OnePlus 8 Pro ফোনে থাকছে ওয়ারলেস চার্জার।
*সফটওয়ার- দুটি ফোনই অ্যান্ড্রয়েড ১০ এর অক্সিজেন অপারেটিং সিস্টেমে চলবে।
Read the full story in English