oneplus 8 Pro রিভিউ :
দাম: ৫৯,৯৯৯ টাকা
একটা সময় ছিল, ওয়ানপ্লাসের লঞ্চ করা ফোনকে দূর থেকেই দেখতে স্বচ্ছন্দ বোধ করেন স্মার্টফোনপ্রেমীরা। কাজেই, বাজার চলতি অন্যান্য ফোনের সঙ্গে লড়াই করে উঠতে পারত না এই সংস্থার ফোন। কিন্তু বর্তমানে, ওয়ানপ্লাসের প্রতি মানুষের ভরসা ও প্রেম জন্মে গিয়েছে। যাঁরা 'মিড লেভেল ফ্লাগশিপ' ফোন কিনতে চায় তাদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে ওয়ান প্লাস। মূলত অ্যাপেলের সঙ্গে টেক্কা দেওয়ার জন্যই একের পর এক অত্যাধুনিক ফোন নিয়ে হাজির হচ্ছে ওয়ানপ্লাস। শুরুতেই ফোনের প্যাকিং মন ভুলিয়ে দিচ্ছে স্মার্টফোন প্রেমীদের।
oneplus 8 Pro specification :
৬.৭৮ ইঞ্চি QHD + ডিসপ্লে, ১২০ HX স্ক্রীন, স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র্যাম, ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরে জ। ৪৮ মেগাপিক্সেল এর ওয়ার্ড রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪৫১০ mAh ব্যাটারি।
oneplus 8 Pro price in India: Rs 59,999 for 12 GB + 256 GB
নতুন কি আছে oneplus 8 Pro মডেলে?
oneplus 8 ফোনের ৭৫% হুবুহু একই ফিচার রয়েছে প্রোতে। বাকি ২৫% একেবারে নতুন।
প্রথমেই বলতে লাগে ফোনটি বেশ বড়, কার্ভড এডজ স্ক্রিন। যার রিফ্রেশ রেট ১২০hz। স্ক্রিনটি বড়।
অবশ্যই ক্যামেরা ওয়ানপ্লাস ৮ প্রো ফোনের ইউ এস পি। ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল। এছাড়া আল্ট্রা ওয়াইড ক্যামেরার জন্য রয়েছে ৪৮ মেগাপিক্সেল। ৮ মেগাপিক্সেলে রয়েছে টেলিফটো লেন্স। সঙ্গে থ্রি এক্স অপটিক্যাল জুম। কালার ফিল্টার ক্যামেরার জন্য বরাদ্দ ৫ মেগাপিক্সেল। ক্যামেরায় রয়েছে ১৬ মেগাপিক্সেল।
(এক্সপ্রেস ছবি: নন্দগোপাল রাজন)
(এক্সপ্রেস ছবি: নন্দগোপাল রাজন)
ওয়ারলেস ফাস্ট চার্জিং রয়েছে। আমার মনে পড়ে, ওয়ান প্লাসের কর্ণধার পেট লাও আমাকে বলেছিলেন, ওয়ারলেস চার্জিং তার সহ চার্জিংয়ের চেয়ে কম গতিতে কাজ করবে এমন কোনো কারন আমি দেখতে পাই না। তিনি ওয়ারলেস চার্জিংয়ে ফাস্ট চার্জের সুবিধা দিয়েছে one plus 8 Pro ফোনটিতে। ৩০ মিনিটে প্রায় অর্ধেক চার্জ হয় ৪৫১০mAh এর ব্যাটারি।
কেন কিনবেন oneplus 8 Pro ?
অবশ্যই দেখতে ভালো ফোনটি। তবে one plus 8 ফোনে রয়েছে 'প্রিটি ডিসেন্ট' লুক। যাঁরা ওয়ানপ্লাস ৮ প্রো কিনতে চান, তার মানে তাঁরা অতিরিক্ত পয়সা খরচ করে শুধুমাত্র কয়েকটি ফিচার ব্যবহারের উদ্দেশ্যে oneplus 8 Pro ফোনের দিকে হাত বাড়াবেন।
QHD + Fluid AMOLED ডিসপ্লে 'আন্ডারস্টেটমেন্ট'। লাইভ ওয়ালপেপার পরিবর্তনের সময় ডিসপ্লেতে রংয়ের উপস্থিতি নজর কাড়বে। তবে এটি "ওভার সেচুরেটেড"।
গেম খেলার সময় ১২০ Hz রিফ্রেশ রেট বি ব্যবহারযোগ্য।
অনেকেই আছেন যাঁরা মূলত উন্নত ক্যামেরা উদ্দেশ্যে ওয়ান প্লাস এইট প্রো কেনার সিদ্ধান্ত নিয়েছেন। ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা OnePlus 8 মডেল এর মতই। ক্যামেরা ডিফল্টে ১২ মেগাপিক্সেল থেকে আপনাকে ৪৮ মেগাপিক্সেলে করতে হবে। ছবির গুনগতমান খুবই ভালো। ঘরের ভিতরে ঝকঝকে নিখুঁত ছবি তুলতে পারে OnePlus 8 pro।
ওয়ান প্লাস এর বাজারে 8 pro ফোনের সুপার ম্যাক্রো মোড বেশ উন্নত। থ্রি এক্স অপটিক্যাল জুম ক্যামেরা কোন রকম নয়েজ ছাড়াই একেবারে ঝকঝকে ছবি তুলতে সক্ষম। আলোয় এই ক্যামেরা দুর্দান্ত কাজ করে। তবে 30 x জুম ক্যামেরা দিয়ে তোলা ছবিতে নয়েজ দেখতে পাবেন।
(এক্সপ্রেস ছবি: নন্দগোপাল রাজন)
(এক্সপ্রেস ছবি: নন্দগোপাল রাজন)
(এক্সপ্রেস ছবি: নন্দগোপাল রাজন)
(এক্সপ্রেস ছবি: নন্দগোপাল রাজন)
কালার ফিল্টার ক্যামেরা নিয়ে বেশ কয়েকদিন ধরেই সমালোচনা শুরু হয়েছিল। কারণ এখানে ছিল এক্সরে ফিল্টার। যাতে মানুষের পোশাকের ভিতরের ছবি তোলা যাচ্ছিল। রিভিউ ডিভাইসে এই ফিচার নেই। অর্থাৎ এটি মনে করাই যায়, যে ওয়ানপ্লাস ৮ প্রো ডিভাইসের আর থাকছে না এক্সরে ফিল্টারে।
(এক্সপ্রেস ছবি: নন্দগোপাল রাজন)
এখন প্রশ্ন one plus 8 Pro কিনা সঠিক সিদ্ধান্ত হবে কিনা?
কোনোরকম সন্দেহ ছাড়াই বলা যায়, এই ফোন এন্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনের বাজারে সেরা ফোন। এই ফোনে ইউএসপি পারফরম্যান্স, ক্যামেরা, ডিসপ্লে, ফাস্ট চার্জিং। যারা ছবিকে নিখুঁত ভাবে দেখতে চান এবং গেম খেলতে চান দেশ সেরা পছন্দের তালিকায় রাখতে পারেন oneplus 8 Pro। তবে এই ফিচার আপনি পেয়ে যাবেন OnePlus 8 । যদি অতিরিক্ত টাকা খরচ করতে না চান, তাহলে OnePlus 8 কিনতে পারেন। খুব বেশি কিছু ফিচার বা স্পেসিফিকেশন হাতছাড়া হয়ে যাবে এমনটা নয়।
Read the full story in English