Advertisment

OnePlus Nord 4: ১২ জিবি র‍্যাম, শক্তিশালী ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা, বাজারে কাঁপুনি ধরাবে OnePlus-এর এই নয়া স্মার্টফোন

OnePlus Nord 4 এর ফিচারের কথা বললে, এই ফোনটি Android 14 বেসড OxygenOS-এ চলবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
oneplus nord 4,oneplus nord 4 features,oneplus nord 4 specifications,oneplus nord 4 launch date,oneplus nord 4 price

বাজারে কাঁপুনি ধরাবে OnePlus-এর এই নয়া স্মার্টফোন।

বাজারে কাঁপুনি ধরাবে OnePlus-এর এই নয়া স্মার্টফোন। 12GB RAM, 5500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে OnePlus

Advertisment

শীঘ্রই লঞ্চ হতে চলেছে OnePlus Nord 4 এবং OnePlus Nord CE 4 Lite। OnePlus-এর এই দুটি স্মার্টফোনই শক্তিশালী প্রসেসর এবং ক্যামেরা সহ বাজারে নিয়ে আসতে চলেছে সংস্থা।

OnePlus সম্প্রতি ভারতে Nord CE 4 লঞ্চ করেছে। এখন এই স্মার্টফোনের হালকা সংস্করণ Nord CE 4 Liteও শীঘ্রই লঞ্চ হতে পারে। এর পাশাপাশি Nord 4 5Gও চালু হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।

প্রসেসরের বিবরণ ফাঁস হয়েছে

OnePlus Nord 4-এ থাকবে Qualcomm Snapdragon 7+ Gen 3 প্রসেসর। Nord CE 4 Lite-এ Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর থাকতে পারে বলেই জানা গিয়েছে। এই ফোনটি সম্প্রতি চীনে 12GB/16GB RAM এবং 256GB/512GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে।

OnePlus Nord 4 এর ফিচার-

OnePlus Nord 4 এর ফিচারের কথা বললে, এই ফোনটি Android 14 বেসড Oxygen OS-এ চলবে। ফোনটিতে একটি 6.74 ইঞ্চি AMOLED ডিসপ্লে পাওয়া যাবে, যাতে থাকবে 120Hz রিফ্রেশ রেট। এই ফোনটি 16GB LPDDR5x RAM এর সঙ্গে লঞ্চ হতে পারে।

এই OnePlus স্মার্টফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। ফোনটিতে একটি 50MP OIS সাপোর্ট সহ প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও, ফোনটিতে একটি 8MP সেকেন্ডারি ক্যামেরা থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটিতে একটি 16MP ক্যামেরা থাকতে পারে। এই OnePlus স্মার্টফোনটি 5,500mAh ব্যাটারির সাথে 100W ওয়্যারড ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকবে। অন্যদিকে, OnePlus Nord CE 4 Lite-কে গত বছর লঞ্চ হওয়া Nord CE 3 Lite-এর আপগ্রেড হিসেবে আনবে সংস্থা।

oneplus
Advertisment