Advertisment

OnePlus Nord 4: সম্পূর্ণ মেটাল বডি! OnePlus বাজারে আনছে তুখোড় এক স্মার্টফোন, দেখেই চোখ জুড়িয়ে যাবে

ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার, ডুয়াল স্পিকার, 5G কানেক্টিভিটি সহ সেরা ফিচার থাকছে এই স্মার্টফোনে।

author-image
IE Bangla Tech Desk
New Update
"oneplus nord 4 price in india launch date design render specifications leak oneplus nord 4,oneplus nord 4 price in india,oneplus nord 4 specifications,oneplus nord 3,oneplus"

ক্যামেরা সিস্টেম সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনে থাকছে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ

OnePlus Nord 4: সম্পূর্ণ মেটাল বডি! তুখোড় আরও এক স্মার্টফোন চলতি মাসেই লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস।

Advertisment

OnePlus তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক দারুণ খবর। আগামী ১৬ জুলাই লঞ্চ হতে চলেছে OnePlus Nord 4, এই ফোনটি OnePlus Nord 3-এর আপগ্রেড ভার্সন যেটি গত বছরের জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল। আপাতত কোম্পানির পক্ষ এই বিষয়ে কোনও অফিসিয়াল বিবৃতি সামনে আসে নি।

ভারতে স্মার্টফোনের বাজার দ্রুত বাড়ছে। তাই কোম্পানিগুলি তাদের নতুন নতুন স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করছে। এই ধারা অব্যাহত রেখে, Oneplus ভারতীয় বাজারে তার নতুন ফোন OnePlus Nord 4 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

অনলাইনে ফাঁস হওয়া তথ্য অনুসারে, OnePlus Nord 4 ১৬ জুলাই ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। দাম হবে 31,999 টাকা। পাশাপাশি একই দিনে লঞ্চ হতে পারে OnePlus Buds 3 Pro এবং OnePlus Watch 2R

নয়া এই স্মার্টফোনে থাকতে পারে 6.74-ইঞ্চি OLED প্যানেল ডিসপ্লে, 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 2150 নিটস পিক ব্রাইটনেস। প্রসেসর হিসাবে এই ফোনে Snapdragon 7+ Gen 3 চিপসেট দেওয়া হবে বলেই রিপোর্ট । আপনি Nord 4 এ সর্বশেষ Android 14 অপারেটিং সিস্টেম পাবেন। সঙ্গে থাকছে তিন বছরের সিকিউরিটি আপডেট এবং সফ্টওয়্যার আপগ্রেড ।

আরও পড়ুন : < BSNL cheapest plans: সস্তায় মারকাটারি প্ল্যান, BSNL-কে রুখবে সাধ্য কার! >

ক্যামেরা সিস্টেম সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনে থাকছে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ। যার মধ্যে একটি 50MP প্রাইমারি সেন্সর এবং একটি 8MP Sony IMX355 আল্ট্রাওয়াইড সেন্সর। সেলফির জন্য, এতে 16MP Samsung S5K3P9 সেন্সর থাকতে পারে।

পাশাপাশি এই ফোনে 5,500mAh ব্যাটারি থাকতে পারে। এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার, ডুয়াল স্পিকার, 5G কানেক্টিভিটি, Wi-Fi 6, ব্লুটুথ 5.4, NFC এবং IR ব্লাস্টার টু কন্ট্রোল ডিভাইস থাকবে।

Tech News 5G smartPhone oneplus
Advertisment