Advertisment

OnePlus Nord 4: প্রতিযোগিতার বাজারে ছিটকে যাবে সবাই, ধুঁয়াধার অ্যাকশনে OnePlus, আসছে Nord 4

ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে OnePlus Nord 4। এই দিনে, কোম্পানি OnePlus সামার লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই প্ল্যাটফর্ম থেকে Nord 4 স্মার্টফোনের পাশাপাশি OnePlus Pad 2, OnePlus Nord Buds 3 Pro এবং OnePlus Watch 2Rও লঞ্চ করা হবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
oneplus nord 4,oneplus pad 2,oneplus buds 3 pro,oneplus watch 2r,oneplus launch event,mobile news

আগামী ১৬ জুলাই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে OnePlus Nord 4।

OnePlus Nord 4: আগামী ১৬ জুলাই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে OnePlus Nord 4। এই দিনে, কোম্পানি OnePlus সামার লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই প্ল্যাটফর্ম থেকে Nord 4 স্মার্টফোনের পাশাপাশি OnePlus Pad 2, OnePlus Nord Buds 3 Pro এবং OnePlus Watch 2Rও লঞ্চ করা হবে।

Advertisment

ভারতে OnePlus Nord 4 এর দাম ফাঁস-

গত সপ্তাহে, Nord 4-এর 'অফার মূল্য' সংক্রান্ত একটি রিপোর্ট ফাঁস হয়েছে। তাতে বলা হয়েছে 8GB RAM এবং 128GB মেমরি সহ OnePlus Nord 4 31,999 টাকায় লঞ্চ হতে পারে। পাশাপাশি লঞ্চ অফার উপলক্ষে স্মার্টফোনে 4,000 টাকা ছাড় এবং 6 মাসের নো-কস্ট ইএমআইও থাকতে পারে।

OnePlus Nord 4-র ফাঁস হওয়া স্পেসিফিকেশন

6.74-ইঞ্চি 120Hz OLED ডিসপ্লে

Qualcomm Snapdragon 7+ Gen 3 প্রসেসর

12GB RAM + 512GB স্টোরেজ

50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা

16 মেগাপিক্সেল সেলফি সেন্সর

5,500mAh ব্যাটারি

100W দ্রুত চার্জিং

আরও পড়ুন - < Jio Recharge Plan: হাই স্পিড ডেটা শেষই হবে না! ‘মারকাটারি’ প্ল্যানে বাজারে ফের তোলপাড় ফেলল Jio >

ডিসপ্লে: OnePlus Nord 4 একটি 6.74 ইঞ্চি 1.5K OLED স্ক্রিনে লঞ্চ করা যেতে পারে। লিক হওয়া রিপোর্ট অনুসারে এই ফোনে 120Hz রিফ্রেশ রেট, 2150nits ব্রাইটনেস এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো অত্যাধুনিক ফিচার থাকতে চলেছে ।

প্রসেসর: লিক হওয়া রিপোর্ট অনুসারে, এই OnePlus স্মার্টফোনটি Qualcomm Snapdragon 7+ Gen 3 octa-core প্রসেসর।

মেমরি: নয়া এই স্মার্টফোনটি 8GB RAM এবং 12GB RAM-এ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হতে পারে। লঞ্চ করা হতে পারে।

পিছনের ক্যামেরা: OnePlus Nord 4 5G ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। নয়া এই স্মার্টফোনে থাকবে OIS প্রযুক্তি সহ 50MP SONY LYT 600 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড IMX355 লেন্স।

সামনের ক্যামেরা: OnePlus Nord 4-এ সেলফি এবং ভিডিও কলিং এবং রিল তৈরি করার জন্য একটি 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord 4 5G ফোনটি 5,500mAh ব্যাটারিতে লঞ্চ করা হতে পারে। স্মার্টফোনটিতে 100W ফাস্ট চার্জিং প্রযুক্তি দেওয়া হবে।

oneplus Tech News
Advertisment