Advertisment

Oneplus nord ce 4 lite: ২০ হাজারের কমে লঞ্চ OnePlus-র নয়া স্মার্টফোন! Nord CE 4 lite ঘিরে তুঙ্গে উত্তেজনা

OnePlus আজ তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
"OnePlus,Oneplus New Phone,OnePlus Nord CE 4 Lite, OnePlus Nord CE 4,OnePlus Smartphone,OnePlus, Motorola,OnePlus,Realme, Upcoming Smartphones in India, Upcoming Mobiles in India, Upcoming Smartphones in June 2024, Upcoming Mobiles in June 2024, Motorola Edge 50 Ultra 5G Launch Date, Realme GT 6 Launch Date, OnePlus Nord CE 4 Lite 5G Launch Date, Infinix Note 40 5G Launch Date, Motorola Mobile, Realme Mobile, OnePlus Mobile, Infinix Mobile

OnePlus আজ তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।

Oneplus nord ce 4 lite: OnePlus আজ সোমবার বাজারে লঞ্চ করতে চলেছে Nord সিরিজের বহু প্রতীক্ষিত স্মার্ট ফোন। ফিচার থেকে দাম জানুন সব কিছুই। OnePlus আজ তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটির ফিচার চমকে দেবে আপনাকে পাশাপাশি নয়া এই স্মার্টফোনটি বাজেটেও মানানসই। আসুন জেনে নেই এই ফোন সম্পর্কে বিস্তারিত।

Advertisment

OnePlus আজ অর্থাৎ 24 জুন ভারতে তাদের নতুন ফোন OnePlus Nord CE 4 Lite লঞ্চ করতে চলেছে। এই নতুন ফোনটি OnePlus-এর বিখ্যাত নর্ড সিরিজের একটি অংশ হতে চলেছে। লঞ্চের আগেও, কোম্পানি OnePlus-এর আসন্ন ফোনের স্পেক্স সংক্রান্ত বিশদ বিবরণ শেয়ার করেছে। OnePlus Nord CE 4 Lite আজ সন্ধ্যা ৭টায় লঞ্চ হবে। আসুন জেনে নেই এই ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে।

OnePlus Nord CE 4 Lite ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

প্রসেসর: OnePlus Nord CE 4 Lite-এ Snapdragon 6 Gen 1 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। যা ব্যবহারকারীদের একটি দুর্দান্ত অভিজ্ঞতা দেবে।

ডিসপ্লে: ফোনটিতে একটি 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার ফুল-এইচডি+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট থাকতে পারে। এই উচ্চ মানের ডিসপ্লে ভিডিও এবং গেমিং অভিজ্ঞতাকে আরও ভালো করে তুলবে।

ক্যামেরা: OnePlus Nord CE 4 Lite-এ ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার একটি 50MP ব্যাক ক্যামেরা এবং একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে। সামনের ক্যামেরাটি 16MP হতে পারে, যা দুর্দান্ত সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ভাল বিকল্প।

ব্যাটারি: এই ফোনে 5,500mAh এর বড় ব্যাটারি থাকতে পারে, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ দেবে। যারা সারাদিন ফোন ব্যবহার করেন তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী হবে।

আরও পড়ুন : < Air Conditioner: সেটিংস বদলে প্রতি ডিগ্রিতে কমান ৬ শতাংশ বিদ্যুৎ বিল! পকেট বাঁচাতে মেনে চলুন সহজ এই ট্রিকস! >

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: সুরক্ষার জন্য, এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে, যা ফোনটিকে সুরক্ষিত করতে এবং দ্রুত আনলক করতে সাহায্য করে।

প্রত্যাশিত মূল্য: OnePlus Nord CE 4 Lite-এর দাম 20,000 টাকার কম দামে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আগের মডেলের তুলনায় এই নতুন ফোনে ভালো পারফরম্যান্স দাবি করছে কোম্পানি। এতে রয়েছে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500mAh ব্যাটারি। এছাড়াও, এতে অ্যাকোয়া টাচ প্রযুক্তি সহ একটি 120Hz AMOLED ডিসপ্লে থাকবে। অ্যাকোয়া টাচের কারণে, ব্যবহারকারীরা ভিজে হাত দিয়েও ফোন চালাতে পারবেন।

oneplus smartphone 5G smartPhone
Advertisment