OnePlus Nord 2 CE 5G লঞ্চ কবে? টুইটারে নিশ্চিত করল সংস্থা

OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে

OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

ভারতে আগামী ১৭ ফেব্রুয়ারি লঞ্চ করা হতে চলেছে OnePlus-এর নতুন স্মার্টফোন OnePlus Nord CE 2 5g।

ভারতে আগামী ১৭ ফেব্রুয়ারি লঞ্চ করা হতে চলেছে OnePlus-এর নতুন স্মার্টফোন OnePlus Nord CE 2 5g। OnePlus ইন্ডিয়ার তরফে তাদের অফিসিয়াল টুইটার (Twitter) হ্যান্ডেলে এটি ঘোষণা করা হয়েছে। এই OnePlus Nord CE 2 5g ফোনে কী ধরনের ফিচার রয়েছে সেই সম্বন্ধে কিছুদিন আগে জানা গেলেও কোম্পানির তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

Advertisment

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী Oppo Reno 7 SE স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হল OnePlus-এর নতুন স্মার্টফোন OnePlus Nord CE 2 5g। চিনে ২০২১ সালের নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছে Oppo Reno 7 SE ফোনটি। এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে OnePlus ভারতে ১৭ ফেব্রুয়ারি লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন OnePlus Nord CE 2 5g।

OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট, ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ৬৫ ডাবলু ফাস্ট চার্জ।

Advertisment

OnePlus Nord 2 CE 5G ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী OnePlus Nord CE ফোনটির ৫জি ভার্সন ভারতে পাওয়া যাবে ২২,৯৯৯ টাকায়, যা ৬ জিবির। OnePlus Nord CE ফোনটির ৫জি ভার্সন ১২ জিবি পাওয়া যাবে ২৭,৯৯৯ টাকায়।

এছাড়াও OnePlus Nord CE ফোনটির ৫জি ভার্সন ফোনটি ২৫৬ জিবি ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। ৬ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজের OnePlus Nord CE ফোনটির ৫জি ভার্সন পাওয়া যাবে ২৭,৯৯৯ টাকায়। OnePlus কোম্পানির তরফে এর দাম সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরই ভারতের বাজার কাঁপাতে আসছে OnePlus Nord 2 CE 5G