Advertisment

পকেট ফ্রেন্ডলি ফোন তৈরির সিদ্ধান্ত ওয়ানপ্লাসের

মিড রেঞ্জের দামের ফোন কেন আনতে ইচ্ছুক, সে বিষয়ে জানতে চাওয়া হলে সিইও মন্তব্য করেন, ভারতে বেশিভাগ ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে অধিকাংশ ফোন রয়েছে, কারণ ভারতে এই দামের ফোনের চাহিদা বেশি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওয়ান প্লাস সিইও পিট লাউ ঘোষণা করেছেন যে খুব শীঘ্রই ভারতে মিড রেঞ্জের ফোন আনা হবে পিটিআইকে এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে এতদিন ফ্ল্যাগশিপ ফোন তৈরির জন্য কোম্পানি পরিচিত ছিল, এবার বেসিক কিছু মডেল নিয়ে আসবে কোম্পানি।

Advertisment

মিড রেঞ্জের দামের ফোন কেন আনতে ইচ্ছুক , সে বিষয়ে জানতে চাওয়া হলে সিইও মন্তব্য করেন, ভারতে বেশিভাগ ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে অধিকাংশ ফোন রয়েছে, কারণ ভারতে এই দামের ফোনের চাহিদা বেশি। তিনি আরও বলেন কম দামে কোম্পানিরা যে ফোন লঞ্চ করে তা সাময়িক কিছু দিনের জন্য। কিন্তু আমাদের লক্ষ্য তা নয়, আমরা চাই দাম কিছুটা বেশি হলেও সেই ফোনের চাহিদার রেশ থাকবে অনেকদিন। হার্ডওয়ার থেকে সফটওয়ার সব দিকেই কড়া নজর রাখা হয়।

আরও পড়ুন: একগুচ্ছ দাম দিয়ে OnePlus 6T কিনে কি গ্রাহকরা ঠকেছেন?

ভারতীয় বাজারে মিড-রেঞ্জ ফোনগুলির প্রতি ক্রমাগত চাহিদা থাকা সত্ত্বেও ওয়ানপ্লাস ৩০,০০০ টাকা এবং তার চাইতে বেশি দামের স্মার্টফোন বাজারে নিয়ে আসে। ওয়ান প্লাস তিন বছর আগে ১৬,৯৯৯ টাকার একটি ফোন লঞ্চ করে। প্রিমিয়াম ফ্ল্যাগশিপগুলি তৈরির প্রতিশ্রুতি নিশ্চিত করে লাউ বলেন যে তার কোম্পানি দীর্ঘদিন ধরে ভাল কাজ করতে আগ্রহী। ফোন বানানোর দলকে বলেছি, দীর্ঘমেয়াদীতে ও টেকসই এর দিকে মনোযোগ দিতে হবে।

পরের বছর 5G সাপোর্টের OnePlus 7 লঞ্চ হবে। তার আগে OnePlus 6T McLaren মডেল লঞ্চ হবে ১২ ডিসেম্বর।

Read the full story in English

oneplus smartphone oneplus 6
Advertisment