Advertisment

মধ্যবিত্তের জন্য কমদামের স্মার্ট টিভি লঞ্চ করল ওয়ানপ্লাস

ওয়ানপ্লাস ৮ সিরিজ সহ ওয়ানপ্লাসের বাকি ফোনের পাশাপাশি ভারতে সমস্ত টিভি তৈরি করা হবে বলে সংস্থা নিশ্চিত করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
বাছাই করা প্রযুক্তির খবর: দেশীয় ভিডিও কলিং অ্যাপ, ফোনের চেয়েও কমদামে টিভি

ওয়ানপ্লাস গত বছর 'Q' সিরিজটি দিয়ে স্মার্ট টিভি জগতে প্রবেশ করে। তবে Q সিরিজের অধীনে লঞ্চ হওয়া দুটি টিভি প্রিমিয়াম গ্রাহক বা উচ্চ-বাজেটের ইউজারদের জন্য। OnePlus U এবং Y  সিরিজটি নিয়ে এসে  সংস্থা সাশ্রয়ী দামের স্মার্টটিভি নিয়ে এল বাজারে। বলা যায়, ভারতে এত কমদামে স্মার্ট টিভি প্রথম নিয়ে এল ওয়ানপ্লাস।

Advertisment

অনলাইনে একটি ইভেন্টে ওয়ানপ্লাস দেশে তার সাশ্রয়ী মূল্যের টিভি সিরিজ লঞ্চ করল। দুই সিরিজের দাম শুরু ১২,৯৯৯ টাকা থেকে। ইউ সিরিজে একটি ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি রয়েছে পাশাপাশি ওয়াই সিরিজটিতে ৩২ ইঞ্চি এবং ৪৩-ইঞ্চি সহ দুটি মডেল রয়েছে।

OnePlus TV U and Y series price in India

ওয়ানপ্লাস টিভি ৫৫ ইঞ্চি ইউ ওয়ানের দাম ৪৯,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস টিভি ৩২ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি ওয়াই ওয়ানের দাম যথাক্রমে ১২,৯৯৯ এবং ২২,৯৯৯ টাকা। তিনটি স্মার্ট টিভি ভেরিয়েন্টগুলি কেবলমাত্র অ্যামাজনে পাওয়া যাবে। ওয়ানপ্লাস ৮ সিরিজ সহ ওয়ানপ্লাসের বাকি ফোনের পাশাপাশি ভারতে সমস্ত টিভি তৈরি করা হবে বলে সংস্থা নিশ্চিত করেছে।

OnePlus TV U and Y series: Specifications

নতুন ওয়ানপ্লাস টিভি ইউ ওয়ানে খুব বেশি ডিজাইন নেই। স্ক্রিন-টু-বডি অনুপাতে ৯৫ শতাংশ স্ক্রিন।

নতুন টিভি ৬.৯ মিমি চওড়া

লম্বা ডিসপ্লে সরবরাহের জন্য নতুন লাইনআপে হুডের নিচে একটি নতুন সিনেমাটিক ডিসপ্লে রয়েছে।

টিভিতে  ডলবির ইমেজিন ভিশন এইচডিআর প্রযুক্তি রয়েছে।

টিভির রঙ এবং উজ্জ্বলতা উন্নত করতে, অত্যাধুনিক প্রযক্তি রয়েছে।

এই টিভিগুলি অক্সিজেন ওপারেটিং সিস্টেম ৯.০ অ্যান্ড্রয়েডে চলবে।

ওয়ানপ্লাস টিভিগুলি পাতলা হওয়া সত্ত্বেও অডিও বক্স রয়েছে সামনে। এই টিভিগুলিতে ডলবি এটমাস সিনেমাটিক সাউন্ড থাকবে। শব্দ বাড়ানোর জন্য স্পিকারের স্থান পরিবর্তনও করা হয়েছে।

Read the full story in English

oneplus
Advertisment