/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-164.jpg)
২০২২ সালের নভেম্বরে, স্যাম অল্টম্যান সারা বিশ্বে চ্যাটজিপিটি চালু করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন।
ওপেন এআই এর সিইও পদ থেকে পদত্যাগ করলেন স্যাম অল্টম্যান। শুক্রবার ওয়াশিংটন পোস্টের তরফ থেকে জানা গেছে যে সংস্থার সিইও পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তাঁর এই পদত্যাগের ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে প্রযুক্তি বিশ্বে ।
শুক্রবার একটি ব্লগ পোস্টে ওপেন এআই বোর্ডের তরফে জানানো হয়েছে, সংস্থাকে পরিচালনার ক্ষেত্রে স্যাম অল্টম্যানের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। তাঁর প্রতি বোর্ডের আস্থা হারানোতেই পদত্যাগ করতে হয় স্যাম অল্টম্যানকে।
বর্তমানে সংস্থার চিফ টেকনলোজি অফিসার মীরা মারুতী অর্ন্তবর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। ২০১৯ সালে মাইক্রোসফটের কাছ থেকে বিপুল পরিমান আর্থিক সহায়তা পাওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি এই সংস্থাকে।
এই সিদ্ধান্ত এআই বিশ্ব সহ সমগ্র প্রযুক্তি শিল্পকে হতবাক করেছে। এই খবরটি ভারতের জন্য বিশেষ কারণ বোর্ড অন্তর্বর্তী সিইওর জন্য এক ভারতীয়কে বেছে নিয়েছে। OpenAI-এর চিফ টেকনিক্যাল অফিসার (CTO) মীরা মুরাতিকে অন্তর্বর্তীকালীন CEO-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
i loved my time at openai. it was transformative for me personally, and hopefully the world a little bit. most of all i loved working with such talented people.
will have more to say about what’s next later.
🫡— Sam Altman (@sama) November 17, 2023
২০২২ সালের নভেম্বরে, স্যাম অল্টম্যান সারা বিশ্বে চ্যাটজিপিটি চালু করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন। আমেরিকান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ফার্ম OpenAI ChatGPT তৈরি করেছে। এখন পর্যন্ত স্যাম অল্টম্যান কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে বোর্ডের সঙ্গে তার সম্পর্ক তলানিতে ঠেকায় গতকাল তাঁকে পদত্যাগ করতে হয়।
বোর্ড বলেছে- 'স্যামের প্রতি আস্থা নেই'
কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে যে ওপেনএআই-এর নেতৃত্ব দেওয়ার জন্য অল্টম্যানের ক্ষমতার উপর বোর্ডের আস্থা নেই।
কি বললেন স্যাম অল্টম্যান?
OpenAI থেকে তার অপসারণের তথ্য সামনে এনে স্যাম অল্টম্যান তার চিন্তাভাবনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন প্রথম পোস্টে তিনি বলেছিলেন যে আমি ওপেনএআই-তে কাটানো মূল্যবান মুহূর্ত সারাজীবন অমলীন হয়ে থাকবে।
চ্যাটজিপিটির ক্ষমতা দেখে বিশ্ব অবাক
মাইক্রোসফট থেকে বিলিয়ন ডলারের তহবিলের সাহায্যে, OpenAI ChatGPT তৈরি করেছে। এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে একটি বড় পরিবর্তন বলে মনে করা হয়। এটি একটি AI চ্যাটবট যা মানুষের মতো কবিতা, প্রতিবেদন, প্রবন্ধ, ইমেলের মতো সৃজনশীল লেখা লিখতে পারে। এছাড়াও, এটি মানুষের মতো কয়েক সেকেন্ডের মধ্যে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতাও রাখে। চ্যাটজিপিটি মেডিকেল, ম্যানেজমেন্ট, আইন সহ অনেক বিষয়ের কঠিন পরীক্ষাও পাস করেছে। এই জেনারেটিভ টুলটিতে টেক্সট থেকে ইমেজ তৈরি করার ক্ষমতাও রয়েছে।