A7-এর নকশায় গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছে এই চাইনিজ কোম্পানি। ফোনটিতে ৬.২ ইঞ্চির এইচডি + আইপিএস এলসিডি ডিসপ্লে যা ওয়াটারড্রপ-স্টাইলের আদলে তৈরি। যার রেজোলিউশন ১৫২০ x ৭২০ পিক্সেল। হ্যান্ডসেটটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৪৫০, কোয়ালকম আপডেটেড প্রসেসর থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থা। ডিভাইসটিতে ৩ জিবি বা ৪ জিবি র্যাম অপশন এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। মেমোরি সম্প্রসারণের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও পাওয়া যায় । এই ফোনটিতে ৪২৩০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ থাকবে এবং Android ৮.১ ওরিওতে চলবে Oppo A7।
Bringing to you the all new #OPPOA7 with Waterdrop Screen and a powerful 4230mAh battery.
Know more: https://t.co/nfL6CHqDz0 pic.twitter.com/EJm3MMAa6h— OPPO Mobile India (@oppomobileindia) November 20, 2018
ডিভাইসটিতে ১৩ মেগাপিক্সেলর প্রাথমিক সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সরের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। সামনে, এআই ক্ষমতা সম্পন্ন ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতে শুধুমাত্র নীল ও গোল্ড রঙে পাওয়া যাবে Oppo A7।
তবে এখনও অবধি জানা যায়নি ভারতের Oppo A7-এর দাম কত হতে পারে। তবে আশা করা হচ্ছে ডিভাইসটির দাম হবে ১৫,৯৯৯ টাকা। Oppo A7 টেক্কা দিতে পারে Xiaomi Redmi Note 6 Pro এবং Mi A2 এবং Honor 9N-এর সঙ্গে।
Read the full story in English