Advertisment

Oppo F27 5G: 16GB RAM, সঙ্গে পান দুর্দান্ত ফিচার্স, ক্যামেরা কোয়ালিটি তাক লাগাবে!

Oppo F27 5G স্মার্টফোনে (Oppo F27 5G) 16GB RAM-র সঙ্গে রয়েছে অনেকগুলি দুর্দান্ত বৈশিষ্ট্য। এই নতুন 5G স্মার্টফোনটি একটি শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
martphone launch, Oppo F27 5G, Oppo India, Oppo 5G Smartphones, best 5G Smartphyones, new 5g smartphones, budget 5G Smartphones, best oppo smartphones,

বিরাট স্টোরেজের সঙ্গে পান দুর্দান্ত ফিচার্স, ক্যামেরা কোয়ালিটি তাক লাগাবে

Oppo F27 5G: Oppo লঞ্চ করেছে ব্র্যাণ্ডের নতুন স্মার্টফোন Oppo F27 5G! এই ফোনে রয়েছে 5000 mAh-র শক্তিশালী ব্যাটারি।

Advertisment

Oppo F27 5G স্মার্টফোনে (Oppo F27 5G) 16GB RAM-র সঙ্গে রয়েছে অনেকগুলি দুর্দান্ত বৈশিষ্ট্য। এই নতুন 5G স্মার্টফোনটি একটি শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে।

OPPO F27 5G স্মার্টফোনটিতে একটি 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেটও সমর্থন করে। এছাড়াও, রয়েছে 2100 nits পিক ব্রাইটনেস সাপোর্ট। কোম্পানি মিডিয়াটেক ডাইমেনশন 6300 চিপসেট প্রসেসর সহ এই লেটেস্ট স্মার্টফোনটি লঞ্চ করেছে। গ্রাফিক্সের জন্য এতে Mali G57 MP2 GPU রয়েছে।

OPPO F27 5G স্মার্টফোনে, কোম্পানি 8GB LPDDR4X RAM এর সাথে 8GB এক্সটেন্ডেড RAM দিয়েছে। এটিতে 128GB এবং 256GB UFS 2.2 এর দুটি অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে। এই ফোনটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে যার সাহায্যে এর স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

এখন এই স্মার্টফোনের ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, কোম্পানি 50MP প্রাইমারি Omnivision OV50D ক্যামেরার সাথে 2MP Omnivision OV02B1B পোর্ট্রেট ক্যামেরা দিয়েছে। সেলফির জন্য, স্মার্টফোনটিতে একটি 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

Oppo F27 5G স্মার্টফোনটিতে পাওয়ারের জন্য 5000mAh এর শক্তিশালী ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিটি 45 ওয়াট সুপারভিওসি দ্রুত চার্জিং সমর্থন করে, যার কারণে এই ফোনটি দ্রুত চার্জ হয়ে যায়। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই স্মার্টফোনটি মাত্র 44 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এছাড়াও, এই ফোনটি Android 14 ভিত্তিক ব্র্যান্ডের ColorOS 14 অপারেটিং সিস্টেমে কাজ করে।

দাম কত

Oppo দুটি মেমরি ভেরিয়েন্টে বাজারে OPPO F27 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 22,999 টাকা। যেখানে এর 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 24,999 টাকা। কোম্পানি এই স্মার্টফোনটি Emerald Green এবং Amber Orange-এর মতো দুটি রঙে লঞ্চ করেছে। আপনি Oppo ইন্ডিয়া স্টোরের পাশাপাশি ই-কমার্স সাইট Flipkart থেকে এই স্মার্টফোনটি কিনতে পারবেন।

< JioTV+ App For Smart TV: JioTV+ অ্যাপ লঞ্চ করল jio, পান ৮০০ টিভি চ্যানেলের সঙ্গে ১৩ ওটিটি প্ল্যাটফর্মের অ্যাকসেস >

5G smartPhone oppo
Advertisment