OPPO F29 and OPPO F29 Pro 5G Launch Date Price Feature: লঞ্চের আগেই সামনে এল Oppo F29 Pro 5G, Oppo F29 Pro+ 5G-এর দুর্দান্ত ফিচার্স, দাম ডিজাইন। ৩০হাজারের নিচে প্রিমিয়াম কোয়ালিটির এই স্মার্টফোন বাজারে ঝড় তুলবে বলেই আশাবাদী টেক-এক্সপার্টরা।
Oppo ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে ব্র্যান্ডের দুটি শক্তিশালী স্মার্টফোন। Oppo F29 Pro 5G এবং Oppo F29 Pro+ 5G আনুষ্ঠানিক লঞ্চের আগেই স্মার্টফোন দুটির বেশ কয়েকটি ফিচার্স সামনে এসেছে। এই হ্যান্ডসেটটিতে Oppo A5 Pro 5G এর মতো একই ফিচার্স থাকবে থাকবে বলে আশা করা হচ্ছে।
ভারতে Oppo F29 Pro 5G, F29 Pro+ 5G এর দাম, ফিচার্স (প্রত্যাশিত)
টিপস্টার অভিষেক যাদব (@yabhishekhd) এর একটি পোস্ট অনুসারে, ভারতে Oppo F29 Pro 5G এর দাম 25,000 টাকার নিচে হতে পারে বলে আশা করা হচ্ছে। ফোনটি ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
Oppo F29 Pro+ 5G এর দাম দেশে 30,000 টাকার নিচে হবে বলেই আশা। এটি ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, এবং ১২ জিবি + ২৫৬ জিবি বিকল্পে আসবে বলে আশা করা হচ্ছে। দুটি ফোনই শীঘ্রই বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
টিপস্টার অনুসারে, Oppo F29 এর Pro+ ভেরিয়েন্টটিতে সম্ভবত Snapdragon 6 Gen 3 চিপসেট থাকতে চলেছে। ফোনটিতে ৮০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। অন্য একটি পোস্টে, টিপস্টার জানিয়েছেন, হ্যান্ডসেটটিতে থাকতে চলেছে কার্ভড ডিসপ্লে থাকবে এবং ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে থাকতে পারে IP69 রেটিং।
এদিকে, Oppo F29 Pro 5G তে MediaTek Dimensity 7300 SoC থাকবে বলে আশা করা হচ্ছে। এটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ColorOS ১৫ সহ আসবে বলে আশা করা হচ্ছে এবং এতে ৬,০০০mAh ব্যাটারি থাকবে।
পুরনো ফাঁস হওয়া তথ্য অনুসারে, Oppo F29 Pro 5G-তে 6.7-ইঞ্চি 120Hz ফুল-এইচডি+ কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটিতে সম্ভবত OIS সাপোর্ট সহ একটি ৫০-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর, একটি ২-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং একটি ১৬-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। Oppo-এর এই নয়া স্মার্টফোনটি আগামী ২০ মার্চ লঞ্চ হতে চলেছে বলেই জানা গিয়েছে।