/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/oppo-find-x-mainn1.jpg)
Oppo Find X Mobile Price, Launch in India: ফোনের বডির ৯৩.৮ শতাংশই জুড়ে রয়েছে স্ক্রিন।
Oppo Find X Mobile Price, Launch date in India: এমনটা আগে দেখেনি গ্যাজেট ওয়ার্ল্ড, এমনটাই দাবি করেছেন ওপো কোম্পানি। তাদের আপকামিং ফ্ল্যাগশিপ ফোন Oppo Find X। আজ ঘটা করে ভারতে লঞ্চ হবে ওপোর এই ফ্ল্যাগশিপ ফোনটি। ইতিমধ্যে ১৯ জুন এ ফোন লঞ্চ হয়ে গেছে প্যারিসে, ফলে তার খুঁটিনাটিও সবারই জানা। Oppo Find X আউটলুক দেখে কেনার সাধ জাগতেও পারে, তবে বলাই বাহুল্য এ ফোন বাজেট ফ্রেন্ডলি নয়। প্রায় ৭৫ হাজার টাকা দামের এ ফোনে কী কী রয়েছে দেখে নিন।
The time is almost here for the grand launch of #OPPOFindX. Watch the launch live today at 12:30 PM. Tweet with #OPPOFindX to win. pic.twitter.com/8uExvGH7pU
— OPPO Mobile India (@oppomobileindia) July 11, 2018
৬.৪ ইঞ্চির ১০৮০+ OLED ডিসপ্লেতে থাকবে না বেজেল। তবে অবশ্যই নচ ডিজাইন রয়েছে। ফোন বডির ৯৩.৮ শতাংশই জুড়ে রয়েছে স্ক্রিন।Find X ফোনের অন্যতম বৈশিষ্ট্য হল এর ক্যামেরা। এ ফোনের ক্যামেরা সিস্টেম পুরোপুরি মোটেরাইজড। ফোন বন্ধ থাকলে ক্যামেরাও বন্ধ থাকে, এবং ফোন টার্ন অন করলে ২৫ মেগাপিক্সেলের ক্যামেরা পপ আপ করে ওঠে, যে ক্যামেরায় রয়েছে ৩ডি ফেসিয়াল স্ক্যানিংয়ের ব্যবস্থাও। পিছনে আছে LED ফ্ল্যাশ সহ ২০ ও ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন। কোম্পানির দাবি ০.৫ সেকেন্ড সময় লাগবে ক্যামেরা অন হতে। বিশেষজ্ঞদের মতে ভারতের বাজারে Apple iPhone X, Samsung Galaxy S9+, Huawei P20 Pro, ফোনগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে সক্ষম ওপোর আসন্ন ফ্ল্যাগশিপ ফোন।
BIG NEWS. Its official now. The phone that made some serious headlines is going to be launched in India. The #OPPOFindX with its ZERO Bezel ZERO Notch Full Screen and very clever motorised camera to be unveiled on 12th of July. Watch this space for more #FindMorepic.twitter.com/c2wFyl0J4T
— Rajiv Makhni (@RajivMakhni) July 5, 2018
এতদিন অ্যাপেলের আইফোন টেনের ডিজাইন নকল করেন একচেটিয়া বাজার করেছে স্মার্টফোন কোম্পানিগুলি। তবে নতুন ফোনের ক্ষেত্রে সেই পথে হাঁটেনি ওপো। খানিক রদবদল করেছে নচ জিজাইনের। স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরে চলা Oppo Find X ফোনটিতে থাকবে ৮ জিবি রাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, সঙ্গে ৩৭৩০ mAh এর ব্যাটারি।