Oppo Reno 12 Pro 5G: Oppo আজ তাদের দুটি নতুন স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে।
Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro 5G আজ ভারতীয় বাজারে লঞ্চ হবে। Oppo-এর এই নতুন Reno সিরিজ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে। কোম্পানি এই নতুন স্মার্ট ফোনগুলিতে একাধিক ফিচার যুক্ত করেছে। রয়েছে বিশেষ AI ফিচার্স। ক্যামেরা থেকে ওএস সব কিছুতেই এআই ব্যবহার করা হয়েছে।
Oppo তাদের দুটি নতুন ডিভাইস Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro 5G আজ দুপুর 12টায় লঞ্চ করতে চলেছে। এই ফোনের লঞ্চ স্ট্রিমিংয়ের লাইভ সম্প্রচার দেখতে, আপনি Oppo-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যেতে পারেন।
Oppo Reno 12 সিরিজের সম্ভাব্য বৈশিষ্ট্য
ডিসপ্লে: Oppo Reno 12 এবং Reno 12 Pro তে একটি 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। Oppo Reno 12-এর স্ক্রিনেও Gorilla Glass 7i সুরক্ষা দেওয়া হবে। Oppo Reno 12 Pro তে Gorilla Glass Victus 2 সুরক্ষা দেওয়া হয়েছে। এই দুটি ফোনেই 120Hz এর অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে এবং 1200 nits এর সর্বোচ্চ উজ্জ্বলতাও দেওয়া হয়েছে।
চিপসেট: Oppo-এর এই দুটি নতুন ফোনেই প্রসেসরের জন্য MediaTek Dimensity 7300-Energy চিপসেট রয়েছে। এছাড়াও AI পারফরম্যান্স উন্নত করতে এই ফোনে MediaTek APU 655 যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন - < BSNL recharge plan: Jio যখন দাম বাড়িয়েছে, তখন ১০০ টাকা রিচার্জে কমানোর ঘোষণা এই কোম্পানির >
ক্যামেরা: Oppo Reno 12 এর পিছনের অংশে থাকবে একটি 50MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা, একটি 50MP সেকেন্ড ক্যামেরা এবং একটি 8MP তৃতীয় অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা। Oppo Reno 12 Pro 5G সম্পর্কে কথা বললে, এই ফোনে 50MP Sony LYT-600 প্রাইমারি + 50MP+8MP এর ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই দুটিতেই একটি 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।