Advertisment

Oppo Reno 12 series: অনবদ্য ফিচার্সে ভরপুর! Oppo-র প্রিমিয়াম রেঞ্জের এই স্মার্টফোন নজর কাড়বেই

অনবদ্য ফিচার্সে করবে বাজিমাত করতে বাজারে আসছে Oppo Reno 12 সিরিজ।

author-image
IE Bangla Tech Desk
New Update
oppo reno 12"," Reno 12 pro"," Reno 12 series india launch"," Reno 12 pro India price"," AI features"," AI"," AI phone under Rs 40000"

অনবদ্য ফিচার্সে করবে বাজিমাত করতে বাজারে আসছে Oppo Reno 12 সিরিজ।

Oppo Reno 12 series: অনবদ্য ফিচার্সে করবে বাজিমাত করতে বাজারে আসছে Oppo Reno 12 সিরিজ। আগামী 12 জুলাই ভারতে স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে আসছে Oppo

Advertisment

Oppo Reno 12 সিরিজ আগামী 12 জুলাই লঞ্চ হওয়ার কথা। এই সিরিজের অধীনে ভারতে দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে বলেই জানিয়েছে সংস্থা। Oppo Reno 12 এবং Reno 12 Pro। উভয় ডিভাইসেই থাকছে অত্যাধুনিক AI ফিচারের পাশাপাশি শক্তিশালী ক্যামেরা। সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট।

Reno 12 সিরিজের উভয় স্মার্টফোনেই একটি 6.7-ইঞ্চি FHD+ 120Hz AMOLED ডিসপ্লে থাকবে। পাশাপাশি থাকবে "কোয়াড-মাইক্রো কার্ভড ইনফিনিটি ভিউ" ডিজাইনও। উভয় মডেলের একটি শক্তিশালী 5000mAh ব্যাটারি রয়েছে, যা দ্রুত চার্জিং নিশ্চিত করতে 80W SUPERVOOC তারযুক্ত চার্জিং সমর্থন সহ আসে। Oppo দাবি করেছে যে স্মার্টফোনটি 46 মিনিটে 0 শতাংশ থেকে 100 শতাংশ পর্যন্ত সম্পূর্ণ চার্জ করা যাবে।

আরও পড়ুন : < Vivo t3 lite 5G: ৬৫১ টাকাতেই Vivo-র 5G স্মার্টফোন! ঝকঝকে ক্যামেরার সঙ্গে পান নজরকাড়া ডিজাইন >

উভয় মোবাইলেই ট্রিপল রিয়ার সেটআপ থাকবে। বেস মডেলে 50MP + 8MP + 2MP ক্যামেরা সেন্সর দেওয়া হবে এবং Reno 12 Pro 5G ফোনটি 50MP + 50MP + 8MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, OPPO Reno12 এবং 12Pro 5G-তে 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।

Oppo Reno 12 5G এবং Reno 12 Pro 5G ফোনগুলি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হবে। মিডিয়া রিপোর্ট অনুসারে Oppo Reno 12 5G এর দাম 30 হাজার টাকা থেকে শুরু হতে পারে। অপরদিকে Oppo Reno 12 Pro 5G মডেলটি 40 হাজার টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে।

oppo 5G smartPhone
Advertisment