Oppo Reno 13 Series : ভারতে লঞ্চ হল Oppo Reno 13 এবং Oppo Reno 13 Pro, পান 50MP সেলফি ক্যামেরা, দাম এবং ফিচার অবাক করবেই!
বৃহস্পতিবার ভারতের বাজারে আলোড়ণ ফেলে Oppo লঞ্চ করল ব্র্যান্ডের দুটি নতুন স্মার্টফোন Oppo Reno 13 এবং Oppo Reno 13 Pro। এই দুটি স্মার্টফোনই Oppo-এর অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে। এছাড়াও, আপনি ফ্লিপকার্ট থেকে এই ফোনটি অর্ডার করতে পারবেন।
Oppo Reno 13 Pro দাম-
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি – স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা।
১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভারিয়েন্টের দাম – ৫২,৯৯৯ টাকা।
Oppo Reno 13-এর দাম
৮ জিবি র্যাম + ১২৮ জিবির দাম ৩৭,৯৯৯ টাকা।
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা।
Oppo Reno 13 এবং 13 Pro 5G এর ডিসপ্লে এবং ডিজাইন
Oppo Reno 13 Pro 5G স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ 6.83 ইঞ্চি ডিসপ্লে। দুটি মডেলেই রয়েছে ১,২০০ নিটস পিক ব্রাইটনেস। ফোনটিতে রয়েছে IP66, IP68, এবং IP69 রেটিং ।
Oppo Reno 13 Pro 5G এর ক্যামেরা সেন্সর
Reno 13 Pro 5G স্মার্টফোনে ট্রিপিল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে । রয়েছে ৫০ এমপি সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা। এছাড়াও রয়েছে ৫০ এমপি টেলিফটো লেন্স দেওয়া হয়েছে এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। Reno 13 5G স্মার্টফোনটিতে রয়েছে ৫০ এমপি ক্যামেরা রয়েছে। ৮ মেগাপিক্সেল মাল্টি সেন্সর। এছাড়াও ২ মেগাপিক্সেল মনোক্রোম লেন্স রয়েছে ।
Oppo Reno 13 প্রসেসর এবং ব্যাটারি
Reno 13 Series 5G-তে নতুন MediaTek Dimensity 8350 প্রসেসর রয়েছে। ফোনটি ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট সহ দুটি স্মার্ট ফোনেই অ্যান্ড্রয়েড ১৫ বেসড ColorOS 15-এ কাজ করে। ব্যাটারির দিক থেকে Reno 13 Pro 5G স্মার্টফোনে 5800mAh ব্যাটারি সাপোর্ট রয়েছে। এছাড়াও, Reno 13 5G স্মার্টফোনটিতে একটি 5,600 mAh ব্যাটারি রয়েছে। দুটি ডিভাইসেই ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট থাকবে।
Oppo Reno 13 সিরিজের বিক্রির তারিখ
Oppo Reno 13 সিরিজটি ১১ জানুয়ারি থেকে কিনতে পারবেন ক্রেতারা। এছাড়াও, আপনি এটি ফ্লিপকার্ট থেকে তিন হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস সহ কিনতে পারবেন।