Advertisment

২৩'মে বাজারে আসতে চলেছে Oppo Reno 8 সিরিজ, লঞ্চের আগেই ফাঁস ফোনের ফিচার

Oppo Reno 8 সিরিজ ভারতে জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। Oppo ইন্ডিয়ার তরফে এব্যাপারে কোন তথ্য সামনে আসে নি।

author-image
IE Bangla Tech Desk
New Update
Oppo Reno 8 specifications leaked online

Oppo Reno 8 সিরিজ ভারতে জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Oppo Reno 8 সিরিজ আগামী ২৩ মে চিনে অনুষ্ঠিত হতে চলেছে। কোম্পানি তিনটি নতুন Reno 8 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে Oppo Reno 8, Reno 8 Pro এবং Reno 8 Pro+। অফিসিয়াল লঞ্চের আগেই ফাঁস হয়েছে Oppo Reno 8 সিরিজের ফিচার।

Advertisment

Oppo Reno 8 সিরিজে থাকতে পারে MediaTek Dimensity 1300 SoC চিপসেটটি 12GB পর্যন্ত RAM এবং 256GB অভ্যন্তরীণ স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে।

Oppo Reno 8 সিরিজে থাকতে পারে 4500 mAh ব্যাটারি। ডিভাইসটি USB Type-C এর মাধ্যমে আপগ্রেড করা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ৩০ মিনিটের মধ্যে ফোনটি সম্পূর্ণ চার্জ হবে বলে দাবি করেছে সংস্থা। ফোনটি তিনটি রঙে লঞ্চ হবে - সোনালী, নীল এবং কালো।

ফোনটির মাপ 160 x 73.4 x 7.67 মিমি এবং ওজন 179 গ্রাম। এটি একটি হোল-পাঞ্চ ডিসপ্লে এবং একটি AMOLED স্ক্রিন সহ লঞ্চ করবে নতুন এই ফোন। Reno 8-এ থাকছে 6.43-ইঞ্চি ডিসপ্লে। এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও থাকতে পারে। ফোনটিতে 90Hz রিফ্রেশ রেটও থাকবে বলে আশা করা হচ্ছে।

পিছনে, ফোনটিতে OnePlus 10 Pro-এর মতো ক্যামেরা মডিউল ডিজাইন থাকবে, এটিতে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে বলেই আশা। একটি 50MP প্রাইমারি ক্যামেরা, একটি 2MP ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2MP ডেপথ সেন্সর লেন্স থাকবে ফোনটি Android 12 সহ লঞ্চ হবে।  

Oppo Reno 8 সিরিজ ভারতে জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। Oppo ইন্ডিয়ার তরফে এব্যাপারে কোন তথ্য সামনে আসে নি।

oppo
Advertisment