Advertisment

টুইটারের বড় পদক্ষেপ, ভারতে 'ব্লক' পাক সরকারের টুইটার অ্যাকাউন্ট

ছয় মাসে এই নিয়ে দ্বিতীয়বার পাক সরকারের টুইটার অ্য়াকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল।

author-image
IE Bangla Tech Desk
New Update
pakistan government, twitter account witheld, twitter pakistan, pakistan government twitter account, pakistan government twitter account withheld, pakistan twitter, @govtofpakistan",

ছয় মাসে এই নিয়ে দ্বিতীয়বার পাক সরকারের টুইটার অ্য়াকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল।

ভারতে বন্ধ পাক সরকারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। টুইটারে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট সার্চ করলেই দেখা যাচ্ছে “অ্যাকাউন্ট উইথহেল্ড”। টুইটারের তরফে জানানো হয়েছে, কিছু আইনি প্রক্রিয়ার কারণেই পাক সরকারের অ্যাকাউন্ট আপাতত ভারতে উপলব্ধ নয়।

Advertisment

বড় পদক্ষেপ গ্রহণ করে টুইটার, ভারতে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট ব্লক করেছে। টুইটারে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আইনি সমস্যার কারণে পাক সরকারের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাক সরকারের টুইটার অ্যাকাউন্ট আমেরিকা, কানাডা ইত্যাদি দেশে অ্যাকটিভ রয়েছে। এ বিষয়ে ভারত বা পাকিস্তানের তরফে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া মেলেনি।

বিগত ছয় মাসে এই নিয়ে দ্বিতীয়বার পাক সরকারের টুইটার অ্য়াকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল। এর আগে ২০২২ সালের জুলাই ও অক্টোবর মাসেও পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট ভারতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়ে তৃতীয়বারের মতো পাকিস্তানের টুইটার অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে। এর আগে জুলাই ২০২২-এ পাক সরকারের টুইটার অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছিল, যদিও পরে এটি আবার অ্যাকটিভ হয়। গত বছরের জুনে, ভারত বিরোধী ভুয়ো তথ্য ছড়ানোর জন্য পাকিস্তানের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাকাউন্টও নিষিদ্ধ করে ভারত।

twitter pakistan
Advertisment