Advertisment

ফের কিমভো লঞ্চের প্রচেষ্টা, ফের ধোঁয়াশা

এই নিয়ে তৃতীয়বার। এবারও হল না ভাবছেন? না এবার হয়েছে, তবে সেই আবার ট্রায়াল ভার্সন। তাই আবারও যে কোনোদিন অ্যাপটি উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Patanjali’s swadeshi app Kimbho

কিমভো একটি সংস্কৃত শব্দ, পতঞ্জলির মুখপাত্র এস.কে. তিজারাওয়ালার কথা অনুযায়ী যার মানে হলো আপনি কেমন আছেন? বা নতুন খবর আছে?

গতকাল লঞ্চ হওয়ার কথা ছিল বহু আলোচিত হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী, পতঞ্জলির কিমভো অ্যাপ। এই নিয়ে তৃতীয়বার। এবারও হল না ভাবছেন? না এবার হয়েছে, তবে সেই আবার ট্রায়াল ভার্সন। তাই আবারও যে কোনোদিন অ্যাপটি উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এমাসেই গুগল প্লেস্টোরে সফট লঞ্চ করা হয় পতঞ্জলির স্বদেশী মেসেজিং অ্যাপ কিমভো। এবং সেবার আবারও নামিয়ে নেওয়া হয়। দু-দুবার এমন কান্ডের সাক্ষী আমরা। স্বাধীনতা দিবসে সবার অগোচরে প্লেস্টোরে হাজির হয়েছিল কিমভো, কিন্তু পরে উধাও হয়ে যায়। এদিকে যাঁরা সেই কয়েক মূহুর্তে ডাইনলোড করে ফেলেছিলেন কিমভো, তাঁরা জানিয়েছেন ফিচারগত সমস্যা রয়েছে অ্যাপটিতে।

Advertisment

লঞ্চের দিন পতঞ্জলির পরিচালক আচার্য্য বালকৃষ্ণ টুইট করে বলেন, "খুব শীঘ্রই আমরা নতুন চূড়ান্ত ভার্সন লঞ্চের তারিখ ঘোষণা করব।"

ট্রায়াল সংস্করণের মাধ্যমে অ্যাপের প্রাইভেসি পলিসিতে বলা হয়েছে যে কোম্পানি তৃতীয় পক্ষের কোম্পানীকে তাদের ব্যক্তিগত তথ্য বিক্রি বা শেয়ার করবে না। কিমভো পরিষেবাটি উন্নত করার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে।

নয়ডার Social Revolution Media and Research Pvt Ltd এই অ্যাপটি তৈরির দায়ভার নিয়েছে। তারাই গুগল প্লে স্টোর থেকে দ্বিতীয়বারের ক্ষেত্রে তুলে নিয়েছিল অ্যাপটি। ইতিমধ্যে সোমবার যে ট্রায়াল ভার্সনটি লঞ্চ হয়েছে তা ৫০,০০০ জন ডাউনলোড করে নিয়েছেন।

publive-image কিমবো প্রথম লঞ্চ হওয়ার কথা ছিল ৩০ মে, ২০১৮

সোমবার টুইট করে বালকৃষ্ণ জানান, "কিমভো অ্যাপ্লিকেশনের প্রতি ইউজারদের আকর্ষণ প্রশংসনীয়। কিমভো সবচেয়ে নিরাপদ, সুবিধাজনক এবং সুরক্ষিত স্বদেশী অ্যাপ্লিকেশন। বর্তমানে ট্রায়াল ভার্সনটির পর্যালোচনা এবং আপগ্রেড করার প্রক্রিয়া চলছে।"

Patanjali Ramdev
Advertisment