Advertisment

Paytm Cashback Days: ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে পেটিএম ক্যাশব্যাক ডে-তে

Paytm Cashback Offer, Get upto 70% off + Additional Cashback: ১৬ ডিসেম্বর পর্যন্ত এই ক্যাশব্যাকের সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ইলেক্ট্রনিক গ্যাজেট, হোম অ্যাপ্লিয়েন্স, ফ্যাশন ব্রান্ডে মিলবে দারুণ ছাড়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Paytm Cashback Days 2018

Paytm Cashback Days Sale Starts from Dec 12 to Dec 16: পেটিএম নিয়ে এল পেটিএম ক্যাশব্যাক ডে অফার। ১৬ ডিসেম্বর পর্যন্ত এই ক্যাশব্যাকের সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ইলেক্ট্রনিক গ্যাজেট, হোম অ্যাপ্লিয়েন্স, ফ্যাশন ব্রান্ডে মিলবে দারুণ ছাড়। দেখে নিন পেটিএমের এই ক্যাশব্যাক ডে-তে কী কী সুবিধা পেতে চলেছেন আপনি।

Advertisment

বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রেই প্রযোজ্য এই ক্যাশব্যাক ডে। কাস্টমারদের পছন্দের কথা মাথায় রেখেই ফ্যাশন ব্রান্ডে ৭০ শতাংশ ছাড় সহ ৭০ শতাংশ ক্যাশব্যাকও পাওয়া যাবে। লাগেজ ব্যাগ এবং হাত ঘড়ির ক্ষেত্রেও মিলবে ৪০-৫০ শতাংশ ছাড়।

আরও পড়ুন: Flipkart Big Shopping Days Sale: ৫০০০ টাকা অবধি ছাড় নতুন ফোনে

ইলেক্ট্রনিক গ্যাজেটেও রয়েছে একাধিক অফার। বেশ কিছু নামী কোম্পানীর মোবাইল ফোনেও পেতে পারেন ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পাশাপাশি নামী ব্র্যান্ডের ল্যাপটপেও মিলবে ২০,০০ টাকার ক্যাশব্যাক। অফার প্রযোজ্য কনভার্টেবল ল্যাপটপ, থিন ল্যাপটপ, গেমিং ল্যাপটপ এবং অন্যান্য ল্যাপটপের ক্ষেত্রেও।

বাড়ির জন্য জিনিস কিনতে হলেও এটাই সেরা সময়, হোম অ্যাপ্লিয়েন্স যেমন টিভি, ফ্রিজ, ওভেন, ওয়েল হিটার এবং অন্যান্য সামগ্রীতেও মিলবে ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। শীতের লেপ কম্বলের প্রয়োজনীয়তাও মেটাতে পারেন এই সুযোগে। এ ক্ষেত্রে ৬৫ শতাংশ ছাড় দেবে পেটিএম মল।

এ ছাড়াও HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডে বাড়তি ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। তাহলে আর দেরি কিসের পেটিএমের এমন দারুণ অফার শেষ হওয়ার আগেই আপনার পছন্দের জিনিসগুলো কিনে ফেলুন আপনিও।প্রসঙ্গত, পেটিএম মলে যে কোনও জিনিসের দামের পরিবর্তন হতে পারে।

Advertisment