/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/paytm-mall-laptops-759.jpg)
সদ্য মেগা ক্যাশব্যাক অফার নিয়ে হাজির Paytm mall। ছাড়ের সঙ্গে রয়েছে ক্যাশব্যাক অফার। Apple MacBook Air, Lenovo Ideapad 330 সহ আরও নানা গ্যাজেটের ওপর রয়েছে আকর্ষণীয় একাধিক অফার। যার মধ্যে পেটিএমের ক্যাশব্যাক নজর কেড়েছে গ্রাহকদের। উল্লেখ্য; Apple, Asus, Lenovo, HP, কিনলেই পেয়ে যাবেন প্রায় ২০,০০০ টাকার ক্যাশব্যাক। Apple iPhone 8 (৬৪ জিবি) এই মূহুর্তে পাওয়া যাবে ৪৩,৪৪৪ টাকায়। পাশাপাশি যদি ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা করেন তাহলে পেয়ে যাবেন আরও অতিরিক্ত ১০ শতাংশ ছাড়।
#ContestAlert - Transform your look with the #SwagOut Challenge! Upload your #SwagOut look & win a ₹5,000 Voucher. #BrandsYouLove
Music available on #dubsmashapp & Tik Tok, search for #PaytmMall.
Women's Look > https://t.co/Mlgo7B7zXv
Men's Look > https://t.co/o5RuLbP1Bzpic.twitter.com/vc7mljEus6— Paytm Mall (@PaytmMall) October 8, 2018
ফ্ল্যাট ২০,০০০ টাকা ছাড়ে অ্যাপেলের iPhone 8 এর দাম গিয়ে দাঁড়িয়েছে ৪৩,৪৪৪ টাকা। এছাড়া এখানে সংযোজন করা হয়েছে অতিরিক্ত ১৩,৫০০ টাকার ক্যাশব্যাক। ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে কিনলে আরও ২,৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। মনে রাখবেন অক্টোবর মাসের ৯ তারিখ সন্ধে ৬ টা অবধি চলবে এই সুবর্ণ অফার। অফার ছাড়া Apple iPhone 8 (৬৪ জিবি) দাম ৫৯,৯০০ টাকা।
Best offer on Smatphones only on Paytm Mall! Shop at #MahaCashbackSale & get a chance to win a Renault Kwid every day and Gold Every Hour!
— Paytm Mall (@PaytmMall) October 9, 2018
অ্যাপল আইফোন 8 একটি গ্লাস ব্যাক ডিজাইন রয়েছে এবং অ্যাপল এর A11 বায়োনিক চিপে চলা ফোনটিতে রয়েছে ৪.৭ ইঞ্চির রেটিনা এইচডি ডিসপ্লে। ফোনটিতে দেওয়া ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় 4K ভিডিও করার প্রক্রিয়া রয়েছে। সামনে ৭ মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
Lenovo Ideapad 330 (81DE012NIN) ৬৪,৪৯০ টাকা থেকে কমিয়ে ৪৪,৪৬০ টাকায় বিক্রি করা হবে।এছাড়া রয়েছে আরও অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাক। গ্রাফিক্স কর্মক্ষমতার জন্য রয়েছে AMD’s Radeon 530 (2GB) সঙ্গে Intel এর কোর i5 (8th generation) প্রসেসর দ্বারা চালিত হয়।