Petrol Pump Scam Alert: ১০০ বা ৫০০ টাকার তেল ভরলেই ঠকে যাচ্ছেন? জানুন, পেট্রোল পাম্পে ঠকানো আটকাতে কীভাবে সাবধান হবেন

Petrol Pump Scam Alert: অনেক পেট্রোল পাম্পে মিটার কারচুপির মাধ্যমে ১০০ বা ৫০০ টাকার পেট্রোল দিলেও গাড়ির ট্যাংকে কম তেল ঢোকে। জানুন এই প্রতারণা থেকে বাঁচতে কী সাবধানতা জরুরি।

Petrol Pump Scam Alert: অনেক পেট্রোল পাম্পে মিটার কারচুপির মাধ্যমে ১০০ বা ৫০০ টাকার পেট্রোল দিলেও গাড়ির ট্যাংকে কম তেল ঢোকে। জানুন এই প্রতারণা থেকে বাঁচতে কী সাবধানতা জরুরি।

author-image
IE Bangla Tech Desk
New Update
Petrol Pump

Petrol Pump Scam: পেট্রোল পাম্পে প্রতারণার অভিযোগ।

Petrol Pump Scam Alert: আপনি কি গাড়িতে ১০০, ২০০, ৫০০ টাকার পেট্রোল বা ডিজেল ভরান? বুঝতে পারেন, পেট্রোল পাম্পের কর্তারা আপনাকে ঠকাচ্ছেন কি না? এটা বোঝা সত্যিই কঠিন। তবে, অসম্ভব নয়। সব পেট্রোল পাম্প নিশ্চয়ই গ্রাহকদের ঠকায় না। কিন্ত, কিছু পেট্রোল পাম্প অবশ্যই তেল ভরার সময় গ্রাহকদের ঠকায়। আর, তা নিয়ে গাড়িচালকদের ক্ষোভও নেহাত কম নয়। অনেক সময়ই দেখা যায় যে এনিয়ে গ্রাহকদের সঙ্গে পেট্রোল পাম্পের কর্মীদের তর্কাতর্কি হচ্ছে। 

Advertisment

তেল ভরানোর সময়

এসব জানেন বলেই গ্রাহকরা পেট্রোল পাম্পে তেল ভরার সময় চোখ-কান খোলা রাখেন। মিটারের দিকে চোখ রাখেন। কিন্তু, তারপরও নাকি তাঁদের ঠকতে হয় বলেই অভিযোগ উঠেছে। মানে, পেট্রোল পাম্পে মিটারের সংখ্যা শূন্য হলেও তা নিয়ে গ্রাহকদের আশ্বস্ত হওয়ার কিছু নেই। এমনিতে নিয়ম হল যে, আপনি যত টাকার পেট্রোল বা ডিজেল দেওয়ার কথা বলবেন, পেট্রোল পাম্পের কর্মী ঠিক তত টাকার পেট্রোল বা ডিজেলই আপনার গাড়ি বা বাইকে ভরে দেবেন।

Advertisment

আরও পড়ুন- ছুটির দিনে ঘর পরিষ্কার করতে করতে ক্লান্ত? দারুণ সলিউশানে জলের দরে কিনুন Robot ভ্যাকুয়াম ক্লিনার

এবং 

আরও পড়ুন- কোটি কোটি মোবাইল ইউজারদের জন্য বিরাট অফারে তোলপাড় ফেলল jio! ৮৪ দিনের এই প্ল্যানে সবকিছুই বিনামূল্যে

কিন্তু, সেক্ষেত্রেও ঠকতে হয়। তাই কয়েকটি বিষয়ে নজর রাখা দরকার। যাতে প্রতারণার হাত থেকে বাঁচা যায়। আর, সেটা হল এই ১০০, ২০০ বা ৫০০ টাকার তেল ভরা বন্ধ করা। অধিকাংশ লোকই এই সব রাউন্ড ফিগারেই তেল ভরান। আর, সেকথা মাথায় রেখেই পেট্রোল পাম্প মালিকরা মেশিনে রাউন্ড ফিগার ঠিক করে রাখেন। যাতে কিন্তু, গ্রাহকের প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

আরও পড়ুন- কখন, কীভাবে, কোথায় অবতরণ করবেন শুভাংশু শুক্লার? কোন পদ্ধতিতে 'স্প্ল্যাশডাউন'?

এবং 

আরও পড়ুন- বর্ষার সিজনে দারুণ স্বস্তি! সেরা ৫ এসিতেই প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি

কারণ, পুরোনো পেট্রোল পাম্পের মেশিনগুলোও পুরোনো। ফলে, সেই সব মেশিন থেকে কম পেট্রোল বা ডিজেল- গাড়ির ট্যাংকারে ঢোকার সম্ভাবনা থাকে। এর ফলেও ক্ষতিগ্রস্ত হতে পারেন গ্রাহকরা। পাশাপাশি, তেল ভরানোর সময় পেট্রোল পাম্পের মেশিনের মিটারে কারচুপি করা আছে কি না, সেদিকেও গ্রাহকদের নজর রাখা দরকার। এক্ষেত্রে কারচুপির অর্থ হল, পেট্রোল পাম্পের মেশিনের মিটার শূন্যে সেট করা আছে কি না, সেদিকে নজর রাখা জরুরি। এজন্য প্রয়োজনে পাম্পের ভেন্ডিং মেশিন ভেরিফিকেশন সার্টিফিকেটও যাচাই করে নিতে পারেন।     

Petrol Scam Pump