PM-Kisan Samman Nidhi: কৃষকদের জন্য বিরাট সুখবর! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিষাণ সম্মান নিধির আওতায় দেশের কোটি কোটি কৃষকদের ১৯তম কিস্তি প্রদান করতে চলেছেন। কিষাণ সম্মান নিধির আওতায় যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিস্তির ২০০০ টাকার ঢুকবে। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে।
এর আগে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৮ তম কিস্তি ২০২৫ সালের অক্টোবরে দেওয়া হয়েছিল। সেই সময় দেশের ৯.৪ কোটি কৃষক প্রায় ২০,০০০ কোটি টাকা পেয়েছিলেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে ৬,০০০ টাকা পাঠানো হয়। এই পরিমাণ প্রতি ৪ মাস অন্তর ৩টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়। প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।
প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পেতে যোগ্য কৃষকদের KYC আপডেট করতে হবে । যদি আপনার KYC করা না থাকে, তাহলে PM Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্যে কৃষকরা ঘরে বসে এই কাজটি করতে পারবেন।
KYC-এর জন্য, প্রথমে আপনাকে PM Kisan ওয়েবসাইট http://pmkisan.gov.in-এ যেতে হবে। এখানে আপনি Farmer Corner-এ যাবেন । এখানে আপনি e-KY দেখতে পাবেন। আপনাকে এটিতে ক্লিক করতে হবে। তারপর আপনাকে আপনার আধার নম্বর লিখতে হবে। এটি করার সাথে সাথেই, প্রধানমন্ত্রী কিষাণ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রেজিস্টার মোবাইল নম্বরে OTP আসবে। নির্ধারিত স্থানে এই OTP পূরণ করার সাথে সাথেই আপনার KYC প্রক্রিয়া সম্পন্ন হবে।
যদি আপনি কিস্তির টাকা না পান, তাহলে সরকার অভিযোগের জন্য অনেক বিকল্প দিয়েছে। প্রথমত, আপনি pmkisan-ict@gov.in এ আপনার সমস্যা লিখে অভিযোগ করতে পারেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভাগলপুরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তি প্রকাশ করবেন। এই প্রকল্পের আওতায় ৯.৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে ২২ হাজার কোটি টাকা ট্রান্সফার করা হবে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এদিনের অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মন্ত্রী জিতন রাম মাঝি, গিরিরাজ সিং, চিরাগ পাসওয়ান প্রমুখ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী-কিষাণ যোজনার ৬ বছর পূর্ণ হওয়ার জন্য কৃষকদের অভিনন্দন জানিয়েছেন। তিনি X-এ একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, কৃষকদের সম্মান ও সমৃদ্ধির লক্ষ্যে কিষাণ সম্মান নিধি এক সফল উদ্যোগ।