প্রযুক্তি, স্বাস্থ্যপরিষেবা, জলবায়ু পরিবর্তন, নারী ক্ষমতায়ন, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা এই মুহূর্তেই বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম। এবার এই বিষয়গুলি নিয়েই বিল গেটসের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী মোদী।
আলোচনায় উঠে আসে 'ডিজিট্যাল ভারতের' কথাও। মোদী বিল গেটসকে জানান, 'যারা সাইকেল চালাতে জানত না তারা এখন ড্রোন উড়াতে সক্ষম'! প্রধানমন্ত্রী মোদী প্রাক্তন মাইক্রোসফ্ট সিইও বিল গেটসের সঙ্গে এক আলোচনায় ভারতে ডিজিটাল বিপ্লব এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী মোদী ভারতে এআই-এর মতো নতুন প্রযুক্তি সম্পর্কেও তার দৃষ্টি আকর্ষণ করেন। জন্মের পর একটি শিশুর প্রথম কান্না এবং ভারতীয় সমাজে এআই-এর গুরুতওকে এক সুতোয় গাঁথেন তিনি।
প্রধানমন্ত্রী মোদীর 'ডিজিটাল বিপ্লব' নিয়ে বড় কথা!
প্রযুক্তিকে সাধারণ মানুষের পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে মোদী সরকার। সাধারণ মানুষ যাতে প্রযুক্তির প্রতি আস্থা রাখতে পারে সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মোদী।
প্রধানমন্ত্রী মোদি বলেছেন, 'ভারতে প্রযুক্তিতে কারও একচেটিয়া অধিকার নেই। আমরা প্রযুক্তিকে সবার কাছে পৌঁছাতে এবং তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলেছি। তিনি আরও বলেন, 'আমরা স্বাস্থ্য, কৃষি ও শিক্ষায় প্রযুক্তি ব্যবহার করছি, যাতে প্রত্যন্ত গ্রামে বসবাসকারী মানুষও ডিজিটাল শিক্ষা, হাসপাতাল ইত্যাদি সুবিধা পেতে পারে'।
মোদী আরও বলেন, 'প্রযুক্তির মাধ্যমে গ্রামের মহিলাদের ক্ষমতায়ন এই সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য । আমরা তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছি'।
এগুলি ছাড়াও, প্রধানমন্ত্রী মোদী করোনার সময় টিকা দেওয়ার জন্য ব্যবহৃত ডিজিটাল CoWIN প্ল্যাটফর্ম সম্পর্কে কথা বলেছেন, এই অ্যাপের মাধ্যমে মানুষজন তাদের মোবাইলে ভ্যাকসিন স্লট বুকিং থেকে নিকটতম ভ্যাকসিন কেন্দ্র সম্পর্কে তথ্য পেয়েছেন। যা করোনা সংকট মোকাবিলায় বিশেষ সাহায্য করেছে বলেও উল্লেখ করেন মোদী।
এআই নিয়ে কথা বলতে গিয়ে, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে আজকের সমাজে এআইয়ের অনেক গুরুত্ব রয়েছে। শুধু তাই নয়, এআই-এর অপব্যবহার নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। ডিপফেক নিয়ে প্রধানমন্ত্রী মোদী তাঁর উদ্বেগও প্রকাশ করে বলেন, " অবিলম্বে ডিপফেক প্রযুক্তি বন্ধ হওয়া উচিত"। ডিজিটাল পেমেন্টের বিষয়ে কথা বলতে গিয়ে, প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে ভারতে ডিজিটালাইজেশনের কারণে, অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হচ্ছে।
বিল গেটস ভারতের প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেছেন এবং বিশেষ করে এআই উদ্ভাবনে দেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন।