Advertisment

Solar Power Scheme: বিদ্যুৎ বিল হবে অর্ধেক, দুরন্ত কায়দায় বাজিমাত

ইলেকট্রিক বল হবে অর্ধেক।

author-image
IE Bangla Tech Desk
New Update
"PM Narendra Modi,Narendra Modi announces rooftop solar scheme,rooftop solar scheme,how to apply for rooftop solar scheme,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali"

বাংলার মানুষ কীভাবে কেন্দ্রীয় সরকারের সোলার প্যানেল ইনস্টলেশন প্রকল্পের জন্য আবেদন করবেন?

solar power scheme: ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’র মাধ্যমে বিনামূল্যে পেতে পারেন ৩০০ ইউনিট বিদ্যুৎ। কেন্দ্রীয় সরকারের সোলার প্যানেল স্কিমের জন্য কীভাবে আবেদন করবেন?

Advertisment

বাংলার মানুষ কীভাবে কেন্দ্রীয় সরকারের সোলার প্যানেল ইনস্টলেশন প্রকল্পের জন্য আবেদন করবেন? প্রথমেই pmsuryaghar.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আপনাকে আপনার রাজ্য নির্বাচন করতে হবে। বিদ্যুৎ বিতরণ সংস্থার নাম বেছে নিতে হবে। দিতে হবে গ্রাহক নম্বর, মোবাইল নম্বর, ইমেইল অ্য়াড্রেস। উপভোক্তা নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করে, পোর্টালের নির্দেশ মেনে রুফটপ সোলার প্যানেলের জন্য আবেদন করতে হবে।

আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানো সম্ভব কিনা, তা খতিয়ে দেখে অনুমোদন দেবে রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা। এই অনুমোদন পেয়ে গেলে, আপনার বিদ্যুৎ বিতরণ সংস্থায় নিবন্ধিত ভেন্ডার দিয়ে সোলার প্ল্যান্টটি স্থাপন করুন। সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের পর, তার বিবরণ জমা দিয়ে মিটারের জন্য আবেদন করতে হবে। মিটার লাগানো এবং বিদ্যুৎ বিতরণ সংস্থার পরিদর্শনের পর, পোর্টালে একটি কমিশনিং সার্টিফিকেট দেওয়া হবে।

আরও পড়ুন - < Jio: কথা হোক খোলামেলা! jio-র ধুঁয়াধার অফার, পৃথিবী এখন হাতের মুঠোয়! >

কমিশনিং সার্টিফিকেট পাওয়ার পর, পোর্টালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং একটি বাতিল চেকের ছবি জমা দিতে হবে। ৩০ দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদ্যুতের বিলের উপর আপনার প্রাপ্য ভর্তুকির টাকা ঢুকে যাবে।

Tech News
Advertisment