sim card new rule: সিম কার্ড কেনার নিয়মে বিরাট বদল! নির্দেশ জারি করল PMO, ভুল করলেই কড়া ব্যবস্থা

sim card new rule: প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে (পিএমও) টেলিকম বিভাগকে (ডিওটি) উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, সমস্ত নতুন সিম কার্ড (SIM Card News) নেওয়ার ক্ষেত্রে আধার বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে।

sim card new rule: প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে (পিএমও) টেলিকম বিভাগকে (ডিওটি) উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, সমস্ত নতুন সিম কার্ড (SIM Card News) নেওয়ার ক্ষেত্রে আধার বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
sim card new rule check details

সিম কার্ড কেনার নিয়মে বিরাট বদল! প্রয়োজনীয় নির্দেশ জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় Photograph: (ফাইল ছবি)

sim card new rule:  সিম কার্ড কেনার নিয়মে বিরাট বদল!  প্রয়োজনীয় নির্দেশ জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ভুল করলে এবার থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। আগে, ব্যবহারকারীরা নতুন মোবাইল কানেকশন পেতে যেকোনো সরকারি পরিচয়পত্র, যেমন ভোটার আইডি বা পাসপোর্ট ব্যবহার করতে পারতেন। কিন্তু এখন নিয়মে রদবদল আনা হয়েছে।  

Advertisment

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে (পিএমও) টেলিকম বিভাগকে (ডিওটি) উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, সমস্ত নতুন সিম কার্ড (SIM Card News) নেওয়ার ক্ষেত্রে আধার বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল জাল নথির মাধ্যমে প্রাপ্ত মোবাইল সংযোগের ক্রমবর্ধমান অপব্যবহার রোধ করা।  

রিপোর্ট অনুসারে, আগে ব্যবহারকারীরা নতুন মোবাইল সংযোগ পেতে যেকোনো সরকারি পরিচয়পত্র, যেমন ভোটার আইডি বা পাসপোর্ট ব্যবহার করতে পারতেন। তবে, নতুন সিম কার্ড সক্রিয় করার জন্য আধারের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইকরণ এখনও প্রয়োজন। এই নিয়ম না মেনে খুচরা বিক্রেতারা আর সিম কার্ড বিক্রি করতে পারবেন না।

টেলিকম খাতের সাম্প্রতিক পর্যালোচনা সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্থিক কেলেঙ্কারিতে ভুয়ো সিম কার্ডের ভূমিকা সামনে এসেছে। তদন্তে এমন কিছু ঘটনা জানা গেছে যেখানে একাধিক সিম কার্ড একটি ডিভাইসের সাথে যুক্ত ছিল, এই ধরণের ঘটনা সাইবার অপরাধকে উৎসাহিত করছে। 

Advertisment

এখন নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় টেলিকম বিভাগকে পুলিশ প্রশাসনকে সাহায্য করার এবং অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। জাল নথি ব্যবহার করে সিম কার্ড ইস্যুকারী খুচরো বিক্রেতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাইবার অপরাধ প্রতিরোধ এবং জাল সিম কার্ড কেনা বন্ধে সরকার এখন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

Sim card limitation