Advertisment

5000mAh ব্যাটারি, 6GB RAM, 50MP ক্যামেরা সহ জলের দামে লঞ্চ হল Poco C55

প্রত্যাশিতভাবেই ভারতে তাদের নতুন ‘বাজেট স্মার্টফোন’ লঞ্চ করল Poco।

author-image
IE Bangla Tech Desk
New Update
Poco C55 Price, Poco C55 Specifications, Poco C55 Features,Poco C55, Poco C55 launch, Poco C55 Price, Poco C Series, Poco Smartphones, Poco C55 Offers, Poco Budget Phone, Poco Phone Sale

প্রত্যাশিতভাবেই ভারতে তাদের নতুন ‘বাজেট স্মার্টফোন’ লঞ্চ করল Poco। কোম্পানির সি-সিরিজের সর্বশেষ হ্যান্ডসেটটিতে রয়েছে 6GB RAM, 6.71-ইঞ্চি HD+ স্ক্রিন।  Poco C55 এ Android 12, 5000mAh ব্যাটারির মত ফিচার দেওয়া হয়েছে। Poco C55 স্মার্টফোনটি ফরেস্ট গ্রিন, পাওয়ার ব্ল্যাক এবং কুল ব্লু রঙে লঞ্চ করা হয়েছে। হ্যান্ডসেটটির 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,499 টাকা। যেখানে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,999 টাকা। এই ফোনটি ২৮ ফেব্রুয়ারি থেকে ই-কমার্স ওয়েবসাইট Flipkart- থেকে কিনতে পারবেন ক্রেতারা।  লঞ্চ অফার সম্পর্কে বলতে গেলে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ মডেলটি সেলের প্রথম দিনে সেল উপলক্ষে থাকছে 500 টাকার ক্যাশ ডিসকাউন্ট।  একই সময়ে, HDFC ব্যাঙ্ক, এসবিআই এবং আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ডে কেনায় থাকছে 1000 টাকার ইন্সট্যান্ট ছাড়।  

Advertisment

POCO C55 স্পেসিফিকেশন

Poco C55 স্মার্টফোনটিতে একটি 6.71-ইঞ্চি (1650 x 720 পিক্সেল) HD+ ডিসপ্লে রয়েছে যার টাচ স্যাম্পলিং রেট 120 Hz। ডিসপ্লে সুরক্ষার জন্য পান্ডা গ্লাস দেওয়া হয়েছে। নতুন Poco ফোনে একটি অক্টা-কোর MediaTek Helio G85 12nm প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য Mali-G52 2EEMC2 GPU রয়েছে। সর্বশেষ Poco C55-এ রয়েছে 64 GB এবং 128 GB ইন্টারন্যাল স্টোরেজ। ফোনটিতে 4GB এবং 6GB RAM অপশন রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। সিকিউরিটির জন্য, হ্যান্ডসেটের পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে, 10W চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি

নতুন Poco স্মার্টফোনটি Android 12 ভিত্তিক MIUI 13 এর সঙ্গে সামনে আনা হয়েছে । ফোনটিতে রয়েছে  ডুয়াল সিম সাপোর্ট। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য হ্যান্ডসেটটিতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর রয়েছে। Poco C55 এ অ্যাপারচার F/1.8 সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং অ্যাপারচার F/2.4 সহ একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। Poco C55 স্মার্টফোন অডিও জ্যাক এবং FM রেডিও সহ আসে। হ্যান্ডসেটটির একটি IP52 রেটিং রয়েছে যার অর্থ এটি ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধী। ফোনটির পরিমাপ 168.76×76.41×8.77mm এবং ওজন 192 গ্রাম। Poco C55-এ কানেক্টিভিটির জন্য Dual 4G VoLTE, Wi-Fi 802.11 AC, Bluetooth 5.1, GPS, GLONASS, Micro USB পোর্টের মতো ফিচার দেওয়া হয়েছে।

Poco Smartphone
Advertisment