Poco ভারতে লঞ্চ করতে চলেছে ব্র্যাণ্ডের নয়া স্মার্টফোন F6 5G
অপেক্ষা আর মাত্র তিন দিনের। আগামী আগামী ২৩ মে লঞ্চ হতে চলেছে Poco-র বহু প্রতীক্ষিত স্মার্টফোন F6 5G আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগেই (Poco Smartphones) এই ফোনের সম্ভাব্য বেশ ফিচার ও দাম প্রকাশ্যে এসেছে।
উল্লেখ্য ফাঁস হওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে মিড রেঞ্জ স্মার্টফোনের বাজার ধরতেই Poco তাদের নয়া এই স্মার্টফোন ভারতে লঞ্চ করছে। এটি একটি 5G স্মার্টফোন হিসাবেই লঞ্চ করতে চলেছে সংস্থা। পাশাপাশি এতে থাকতে পারে বিশেষ কার্ভড ডিজাইন।
ফিচার
Poco-র বহু প্রতীক্ষিত স্মার্টফোন F6 5G মডেলে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট। সঙ্গে থাকবে ৬.৭ ইঞ্চির OLED স্ক্রিন থাকতে পারে যেখানে ১.৫ কে রেজোলিউশন পাওয়া যাবে।
ক্যামেরার কথা বললে এই স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের থাকার সম্ভাবনা রয়েছে। পাওয়ার ব্যাক আপের জন্য পোকোর এই ফোনে দেওয়া হতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। থাকতে পারে ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
পোকো এফ সিরিজের এই ফোনের দাম ৪০ হাজার টাকার আশেপাশে হবে বলেই জানা গিয়েছে। ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট থেকেই এই স্মার্টফোনটি কিনতে পারবেন ক্রেতারা।