Advertisment

Poco F7 Launch: ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে বিরাট চমক! বর্ষশেষের বড় ধামাকা

Poco F7 Launch: ভারতীয় বাজারে 5G স্মার্টফোনের চাহিদা দিনে দিনে বাড়ছে, এবং কম দামে শক্তিশালী ফিচার সমৃদ্ধ স্মার্টফোনের চাহিদা আকাশছোঁয়া। Poco খুব শীঘ্রই ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Poco F7 Ultra লঞ্চ করতে চলেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Poco F7 Launch:

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে বিরাট চমক! বর্ষশেষের বড় ধামাকা

ভারতীয় বাজারে 5G স্মার্টফোনের চাহিদা দিনে দিনে বাড়ছে। কম দামে শক্তিশালী ফিচার সমৃদ্ধ স্মার্টফোনের চাহিদা আকাশছোঁয়া। Poco খুব শীঘ্রই ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Poco F7 Ultra লঞ্চ করতে চলেছে। বাজারে অনেক নামি-দামী স্মার্টফোনকে অনায়াসেই টেক্কা দিতে তৈরি নয়া এই স্মার্টফোন।  

Advertisment

Poco F7 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন- 
রিপোর্ট অনুযায়ী, Poco F7 Ultra তিনটি RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে লঞ্চ হতে চলেছে। 12GB+256GB, 12GB+512GB এবং 16GB+512GB। এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করবে এবং Xiaomi এর নতুন HyperOS 2 ইউজার ইন্টারফেস থাকবে।
 
ব্যাটারি এবং ক্যামেরা
 রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি Redmi K80 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, স্মার্টফোনটিতে  6000mAh এর একটি বড় এবং শক্তিশালী ব্যাটারি থাকবে যাতে  120W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

ক্যামেরা সেটআপ
এই ফোনের ক্যামেরা সেটআপের মধ্যে 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি একটি টেলিফটো লেন্সও থাকতে পারে। তবে এর ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে এখনো কোনো তথ্য শেয়ার করা হয়নি।

Advertisment

Redmi K80 Pro এর সঙ্গে প্রতিযোগিতা
Poco-এর আসন্ন স্মার্টফোনটি Redmi K80 Pro-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। মনে করা হচ্ছে এই ফোনে একটি 6.67-ইঞ্চি 2K AMOLED ডিসপ্লে থাকতে পারে, যাতে থাকতে পারে 120 Hz এর রিফ্রেশ রেট।  পারফরম্যান্সের জন্য, ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন এলিট চিপসেট প্রসেসর থাকতে পারে।

Poco
Advertisment