বিশ্বব্যাপী সাফল্যের পর এবার ভারতে লঞ্চ হল Poco M4 Pro 5G। এই ফোনটি Redmi Note 11 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে এসেছে। নতুন এই ফোনে পাওয়া যাবে ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আবার এতে রয়েছে ডুয়েল ৫জি সিম সাপোর্ট ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে Poco M4 Pro 5G কেনা যাবে। জেনে নিন, কী কী থাকছে নয়া এই মডেলের ফোনে।
পোকো এম৪ প্রো ৫জি স্মার্টফোনে আছে ৯০ হার্টজ ডায়নেমিক রিফ্রেশ রেট সাপোর্ট সহ ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ (১০৮০ x ২৪০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লে ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর। পোকো এম৪ প্রো ৫জি ফোনটি ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এছাড়া এই ফোনে ৩ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
অপটিক্সের দিক থেকে, Poco M4 Pro 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের (ওয়াইড) প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। ফোনের সামনে উপস্থিত রয়েছে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া এই হ্যান্ডসেটে ডুয়েল স্টেরিও স্পিকার দেখা যাবে এবং নিরাপত্তার জন্য পাওয়া যাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
সফটওয়্যারের ক্ষেত্রে Poco M4 Pro 5G ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ (MIUI 12) কাস্টম স্কিনে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।
ভারতে পোকো এম৪ প্রো ৫জি ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। আবার ফোনটি ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ পাওয়া যাবে। যাদের দাম যথাক্রমে ১৬,৯৯৯ টাকা ও ১৮,৯৯৯ টাকা। ফোনটি পাওয়ার ব্ল্যাক, ইয়েলো ও কুল ব্লু কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ফোনটির সেল শুরু হবে।