Advertisment

সাড়ে ন'হাজারেই 5G মোবাইল, বড়দিনের বড় অফার সম্পর্কে জানেন তো?

Poco নিয়ে এসেছে জলের দরে 5G মোবাইল।

author-image
IE Bangla Tech Desk
New Update
oco m6 5g,poco m6 5g india launched price specifications,poco m6 5g price,poco m6 5g india launched,poco m6 5g price in india,poco m6 5g specifications,poco m6 5g news,poco m6 5g news hindi,poco m6 5g hindi news,poco m6 5g launch news,poco m6 5g launched,poco m6 5g features,poco,poco m6 5g india launch,mobile news

Poco নিয়ে এসেছে জলের দরে 5G মোবাইল

বড়দিন উপলক্ষ্যে নজরকাড়া অফার, মাত্র সাড়ে ন'হাজারের পান5G স্মার্টফোন। Poco নিয়ে এসেছে জলের দরে 5G মোবাইল। নতুন এই স্মার্টফোনে, আপনি পাবেন অনেক আকর্ষণীয় স্পেসিফিকেশন পাচ্ছেন যেমন টার্বো RAM সাপোর্ট সহ 16GB RAM, 256GB স্টোরেজ, 5000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা, 6.74 ইঞ্চি বড় ডিসপ্লে।

Advertisment

তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে তার নতুন মোবাইল POCO M6 5G লঞ্চ করেছে সংস্থা। ফোনটির 4GB RAM + 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 10,499 টাকা। POCO M6 5G-এর 6GB RAM + 128GB মডেলের দাম 11,499 টাকা। ডিভাইসটির টপ মডেল 8GB RAM + 256 GB স্টোরেজের দাম হবে 13,499 টাকা।

কোম্পানি সব মডেলের উপর রয়েছে ব্যাঙ্ক অফার। ছাড়ের পর বেস মডেলটি মাত্র 9,499 টাকায় পাওয়া যাবে। ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেল শপে ২৬ ডিসেম্বর থেকে ফোনটির বিক্রি শুরু হবে। ডিভাইসটির দুটি রঙের বিকল্প পাবেন গ্রাহকরা। ওরিয়ন ব্লু এবং গ্যালাকটিক ব্ল্যাক।

POCO M6 5G এর স্পেসিফিকেশন
6.74 ইঞ্চি HD Plus ডিসপ্লে
ডাইমেনসিটি 6100 প্লাস চিপসেট
8GB RAM + 256 GB স্টোরেজ
50MP ডুয়াল রিয়ার ক্যামেরা
5000mAh ব্যাটারি
অ্যান্ড্রয়েড 13
POCO M6 5G ফোনে একটি বড় 6.74 ইঞ্চি HD Plus ডিসপ্লে রয়েছে। যার রিফ্রেশ রেট 90Hz এবং কর্নিং গরিলা গ্লাস 3 সুরক্ষার জন্য উপলব্ধ। ব্র্যান্ডটি মোবাইলে MediaTek Dimension 6100 Plus চিপসেট অফার করেছে। যার কারণে ব্যবহারকারীরা দুর্দান্ত গতি এবং গেমিং পারফরম্যান্সও পাবেন।

স্টোরেজের ক্ষেত্রে, ডিভাইসটিতে রয়েছে 8GB RAM + 256 GB ইন্টান্যাল স্টোরেজ। ক্যামেরার কথা বলতে গেলে, POCO M6 5G স্মার্টফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। যার একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং একটি AI ক্যামেরা রয়েছে। একই সময়ে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য মোবাইলটিতে একটি 5 মেগাপিক্সেল এআই ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারির ক্ষেত্রে, স্মার্টফোনটিতে রয়েছে 5000mAh শক্তিশালী ব্যাটারি এবং 18W দ্রুত চার্জিং সাপোর্ট ।
অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে গেলে, POCO M6 5G-তে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম 5G, ব্লুটুথ, Wi-Fi এর মতো অনেক বৈশিষ্ট্য রয়েছে।

5G smartPhone
Advertisment