Advertisment

শাওমি থেকে স্যামসাং, ফেব্রুয়ারি মাসে লঞ্চ হচ্ছে এক গুচ্ছের ফোন

ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে চলেছে Poco X2, Samsung Galaxy S20, Xiaomi Mi 10। ২০২০ বছরের শুরু থেকেই নতুন স্মার্টফোন লঞ্চে উদ্যোগী স্মার্টফোন নির্মাতারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফোন কিনবেন ভাবছেন? তাহলে হপ্তা খানেক অপেক্ষা করে যান। কারণ ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে চলেছে Poco X2, Samsung Galaxy S20, Xiaomi Mi 10। ২০২০ বছরের শুরু থেকেই নতুন স্মার্টফোন লঞ্চে উদ্যোগী স্মার্টফোন নির্মাতারা। ২৪ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। যেখানে একাধিক আপকামিং ফোন সম্পর্কে জানতে পারে যাবে।

Advertisment

Poco X2

প্রথম সারির ফোনের তালিকাতে রয়েছে পোকো ফোনের জনপ্রিয়তা। সুতরাং আপনার ফোন কেনার পছন্দের তালিকায় রাখতে পারেন Poco X2। গেম খেলার জন্য যথাযথ। এটি ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ লঞ্চ করবে। উচ্চমানের স্ক্রিন, উন্নত কোয়ালকামেপ প্রসেসর, সঙ্গে থাকছে ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা , রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, থাকবে েই ফোনে। ফ্লিপকার্ট মাধ্যমে বিক্রি করা হবে Poco X2।

ভিভো নতুন সাব ব্র্যান্ড নিয়ে হাজির হচ্ছে। নাম iQOO। ডেবিউ মডেলেই থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর, সঙ্গে ফাইভ জি। এটি ভিভোর গেমিং ব্র্যান্ড হিসেবে পরিচিত হবে। ১২ জিবি র‌্যাম থাকবে এতে। ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সঙ্গে তিনটি ক্যামেরা থাকছে। ফোন যাতে গরম না হয়ে যায় সেকারণে লিকিউড কুলিং টেকনোলজি থাকবে।

Oppo Reno 3 Pro

ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে, লঞ্চ হবে অপোর রেনো সিরিজের নতুন মডেল। যাতে থাকছে ৬.৫ ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে, ক্যামেরা 'পাঞ্চ-হোল'। স্ন্যাপড্রাগন ৭৬৫জি চিপসেটের সঙ্গে থাকছে ফাইভ জি মডেম ৪০২৫ ব্যাটারির সঙ্গে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা ও অ্যান্ড্রয়েড ১০ এ চলবে Oppo Reno 3 Pro।

Samsung Galaxy S20 series

ফেব্রয়ারি মাসের স্যামসাংও লঞ্চ করবে Galaxy S20। যার আওতায় থাকতে পারে তিনটি ফোন। 'Exynos 990 or Snapdragon 865 processor, Infinity-O Dynamic AMOLED' থাকবে ফোনগুলিতে। সঙ্গে ১২ থেকে ১০৮ মেগাপিক্সেলের চার ক্যামেরা সেন্সর থাকবে ফোনটিতে।

Xiaomi Mi 10

শাওমি আগামী মাসে এমআই ১০ বাজারে আনবে বলে আশা করা হচ্ছে। একজন ওয়েইবো ব্যবহারকারী Mi 10 এর ছবি ফাঁস করেছেন যেখানে দেখা যাচ্ছে পিছনে চারটি ক্যামেরা সেন্সর রয়েছে। সেন্সরগুলির মধ্যে একটিতে ১০৮ মেগাপিক্সেলের লেন্স, অন্যটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর, ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬.৫৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে রয়েছে।

ফোন কিনবেন ভাবছেন? তাহলে হপ্তা খানেক অপেক্ষা করে যান। কারণ ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে চলেছে Poco X2, Samsung Galaxy S20, Xiaomi Mi 10। ২০২০ বছরের শুরু থেকেই নতুন স্মার্টফোন লঞ্চে উদ্যোগী স্মার্টফোন নির্মাতারা। ২৪ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। যেখানে একাধিক আপকামিং ফোন সম্পর্কে জানতে পারে যাবে।

Poco X2

প্রথম সারির ফোনের তালিকাতে রয়েছে পোকো ফোনের জনপ্রিয়তা। সুতরাং আপনার ফোন কেনার পছন্দের তালিকায় রাখতে পারেন Poco X2। গেম খেলার জন্য যথাযথ। এটি ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ লঞ্চ করবে। উচ্চমানের স্ক্রিন, উন্নত কোয়ালকামেপ প্রসেসর, সঙ্গে থাকছে ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা , রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, থাকবে েই ফোনে। ফ্লিপকার্ট মাধ্যমে বিক্রি করা হবে Poco X2।

ভিভো নতুন সাব ব্র্যান্ড নিয়ে হাজির হচ্ছে। নাম iQOO। ডেবিউ মডেলেই থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর, সঙ্গে ফাইভ জি। এটি ভিভোর গেমিং ব্র্যান্ড হিসেবে পরিচিত হবে। ১২ জিবি র‌্যাম থাকবে এতে। ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সঙ্গে তিনটি ক্যামেরা থাকছে। ফোন যাতে গরম না হয়ে যায় সেকারণে লিকিউড কুলিং টেকনোলজি থাকবে।

Oppo Reno 3 Pro

ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে, লঞ্চ হবে অপোর রেনো সিরিজের নতুন মডেল। যাতে থাকছে ৬.৫ ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে, ক্যামেরা 'পাঞ্চ-হোল'। স্ন্যাপড্রাগন ৭৬৫জি চিপসেটের সঙ্গে থাকছে ফাইভ জি মডেম ৪০২৫ ব্যাটারির সঙ্গে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা ও অ্যান্ড্রয়েড ১০ এ চলবে Oppo Reno 3 Pro।

Samsung Galaxy S20 series

ফেব্রয়ারি মাসের স্যামসাংও লঞ্চ করবে Galaxy S20। যার আওতায় থাকতে পারে তিনটি ফোন। 'Exynos 990 or Snapdragon 865 processor, Infinity-O Dynamic AMOLED' থাকবে ফোনগুলিতে। সঙ্গে ১২ থেকে ১০৮ মেগাপিক্সেলের চার ক্যামেরা সেন্সর থাকবে ফোনটিতে।

Xiaomi Mi 10

শাওমি আগামী মাসে এমআই ১০ বাজারে আনবে বলে আশা করা হচ্ছে। একজন ওয়েইবো ব্যবহারকারী Mi 10 এর ছবি ফাঁস করেছেন যেখানে দেখা যাচ্ছে পিছনে চারটি ক্যামেরা সেন্সর রয়েছে। সেন্সরগুলির মধ্যে একটিতে ১০৮ মেগাপিক্সেলের লেন্স, অন্যটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর, ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬.৫৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে রয়েছে।

Read the full story in English

smartphone oppo xiaomi samsung
Advertisment