Advertisment

Portable AC: দেওয়ালে AC টাঙানোর দিন শেষ, এখন পছন্দের জায়গায় Portable AC রেখে পান হিমশীতল অনুভূতি

দেওয়ালে টানানোর ঝামেলা থেকে মিলবে চিরতরে মুক্তি।

author-image
IE Bangla Tech Desk
New Update
Portable AC, Portable AC 1 Ton, Lloyd Portable AC, Portable AC 2 Ton, Portable ac price, Portable AC 1.5 Ton, Blue Star Portable AC, Portable ac india, Portable AC under 20000, Portable AC vs split ac, air conditioner, split ac, window ac,

দেওয়ালে টানানোর ঝামেলা থেকে মিলবে চিরতরে মুক্তি।

Best Portable AC in India: গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনারের জুড়ি মেলা ভার। AC এখনকার সময়ে আর বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না, বরং দিন-দিন এটি এখন যেন বেশ অপিরহার্য্য ঠেকছে অনেকের কাছেই। জ্বালাপোড়া-ভ্যাপসা গরমের থেকে মুক্তি পেতে মধ্যবিত্তদের একটা বড় অংশ এসির দোকানে ভিড় করছেন। তবে ঠিকঠাক উপায় না জেনে AC চালালে ইলেকট্রিকের বিলও বেশ বাড়ে। অনেকেই উইন্ডো নাকি স্প্লিট এসি কিনবেন তা ভেবেই চিন্তিত। কিন্তু জানেন কী উইন্ডো, স্প্লিট এসি ছাড়াও আপনি কিনতে পারেন Portable AC, যাতে দেওয়ালে টানানোর ঝামেলা থেকে মিলবে চিরতরে মুক্তি।

Advertisment

দেশের বেশির ভাগ স্থানে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। গরমে ছাড়খাড় দেশের প্রধান ১০টি শহর। বেশিরভাগ এলাকায় তাপমাত্র ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এই গরম থেকে মুক্তি পেতে এসি-ই একমাত্র ভরসা। জানেন কী আজকের দিনে পোর্টেবল এয়ার কন্ডিশনার (এসি) আপনার জন্য একটি বিকল্প হতে পারে। দেওয়াল ফুটো করে এসি টানানো বা জানলা ব্লক করে উইন্ডো এসি কেনার দিন এখন শেষ। বাজারে এসে গিয়েছে নতুন পোর্টেবেল এসি। এই এসিটিকে আপনি অনায়াসেই আপনার পছন্দের জায়গায় রাখতে পারেন সঙ্গে পাবেন প্রবল গরমে হিম শীতল অনুভূতি।

দাবদাহের কালে ভরপুর স্বস্তি নিতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। অসহ্য গরম থেকে স্বস্তি পেতে ইদানিং AC-র চাহিদা বিপুলভাবে বেড়ে গিয়েছে। শহর থেকে জেলা, AC-র বিক্রি মাত্রাতিরিক্তভাবে বেড়েই চলেছে। বিভিন্ন সংস্থা নজরকাড়া সব অফার দিয়ে এসি মেশিন বিক্রি করছে। এখন আর Air Conditioner Machine বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না। মানুষের অন্যতম প্রয়োজনীয় সামগ্রী হয়ে পড়েছে।

সকলেই এসি কেনার আগে স্প্লিট অথবা উইন্ডো এসির মধ্যে থেকে বাড়ির জন্য সাধের এসি পছন্দ করেন। কিন্তু আপনি যদি দেওয়ালে টানানোর ঝঞ্ঝাট থেকে চিরতরে মুক্তি পেতে চান তাহলে পোর্টেবল এসি আপনার জন্য সেরা বিকল্প। এই এসিটিকে দেয়ালে টাঙানোর প্রয়োজন নেই। আপনি এটিকে ঘরের যে কোন জায়গায় রাখতে পারেন এবং এসির শীতলতা উপভোগ করতে পারেন।

পোর্টেবল এসি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া খুব সহজ। সাধারণ এয়ার কন্ডিশনারগুলির তুলনায়, এগুলি এক ঘর থেকে অন্য ঘরে সরিয়ে নেওয়া যেতে পারে। বেডরুম থেকে ডাইনিং অনায়াসেই সরিয়ে নিয়ে যেতে পারেন এই পোর্টেবল এসিটিকে। আর পাবেন হিমশীতল অনুভূতি।

আরও পড়ুন - < TVS iqube electric scooter: বড় ব্যাটারি, চমকে দেওয়ার মত মাইলেজ, মাত্র ৪,৯৯৯-টাকাতেই টিভিএস ই-স্কুটারের স্বপ্নপূরণ! >

পোর্টেবল এসির সুবিধা

পোর্টেবল এসির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আপনার যেখানেই ঠাণ্ডার প্রয়োজন সেখানে সহজেই সেট করে নেওয়া যায়। মাল্টি-স্টেজ কুলিং সহ, নানান ফিচার রয়েছে এই পোর্টেবল এসিতে। এছাড়াও পোর্টেবল এসিতে বিদ্যুৎ খরচ উইন্ডো অথবা স্প্লিট এসির তুলনায় অনেকটাই কম। ফলে অনায়াসেই বাড়তি বিদ্যুৎ বিলের সমস্যা থেকে পাবেন চিরতরে মুক্তি

বাজারে অনেক ব্র্যাণ্ডের পোর্টেবল এসি রয়েছে। এর মধ্যে থেকে সেরা কিছু পোর্টেবল এসির বিকল্প আজ আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাজন, ফ্লিপকার্ট, ক্রোমার মতো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে অনায়াসেই কিনতে পারেন এই পোর্টেবল এসি।

Lloyd 1.0 Ton Portable AC: লয়েডের ১ টন পোর্টেবল এসি আপনার বাড়ি বা অফিসের জন্য একটি ভাল বিকল্প হতে পারে। এতে কপার টিউব ব্যবহার করা হয়েছে। স্মার্ট এলইডি ডিসপ্লে, ফেদার টাচ কন্ট্রোল, ক্লিন এয়ার ফিল্টার, অটো স্টার্টের মতো ফিচার সহ Amazon-এ এই এসির দাম ৪০,৯৯৯ টাকা।

Bluestar 1 Ton Portable AC: ব্লুস্টারের ফাস্ট কুলিং পোর্টেবল এসি ১ টন অ্যান্টি-ব্যাকটেরিয়াল সিলভার লেপ এসি আপনাকে দিতে পারে হিমশীতল অনুভূতি। সুরক্ষার জন্য এতে রয়েছে অটো মোড এবং হাইড্রোফিলিক গোল্ড ফিনের মতো ফিচার। এই এসির দাম ৩২, ৯৯০টাকা।

Cruise 1 Ton Portable AC: ১ টন Cruise Portable AC অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফিল্টার সহ আসে। এই এসিতে ডিহিউমিডিফায়ার, এয়ার পিউরিফায়ার এবং ফ্যানের সুবিধা পাবেন। এতে ক্যাস্টর হুইলস এবং এইচডি ফিল্টারের মতো বৈশিষ্ট্য রয়েছে। Amazon-এ এই এয়ার কন্ডিশনারটির দাম ৩০,৮৯০ টাকা।

Air Conditioner Tech News air conditioner machine
Advertisment