Portable AC: 'টাটার ছোটু'...!মাত্র ২০৩৩ টাকায় গরমের দাপট থেকে নিমেষে মুক্তি, শরীরে খেলবে 'শীতলতার ঢেউ'

Portable AC: মাত্র ২০৩৩ টাকা মাসিক EMI-তে বাড়িতে আনুন Tata-backed Chroma-র স্টাইলিশ পোর্টেবল AC! ইনস্টলেশন ছাড়া, স্মার্টফোন কন্ট্রোল, ৫ মিনিটে ঠান্ডা করার ক্ষমতা। এখনই জেনে নিন অফার ও ফিচার।

Portable AC: মাত্র ২০৩৩ টাকা মাসিক EMI-তে বাড়িতে আনুন Tata-backed Chroma-র স্টাইলিশ পোর্টেবল AC! ইনস্টলেশন ছাড়া, স্মার্টফোন কন্ট্রোল, ৫ মিনিটে ঠান্ডা করার ক্ষমতা। এখনই জেনে নিন অফার ও ফিচার।

author-image
IE Bangla Tech Desk
New Update
Portable AC India

Portable AC India: ভারতের পোর্টেবল এসি।

Portable AC India: ভারতে যখন তাপমাত্রা ৪৫ ডিগ্রির ওপর, তখন অনেকেই খুঁজছেন এমন কোনও এসি যেটা সহজেই ইনস্টল হয়, কম দামে পাওয়া যায়, এবং ঠান্ডাও করে দ্রুত। সেই জায়গাতেই ‘হিরো’ হয়ে উঠেছে Chroma Portable AC, যার জনপ্রিয়তা এখন তরতর করে বাড়ছে।

Advertisment

মাত্র ২০৩৩ টাকা EMI-তে নিয়ে আসুন ঘরে

এই এসিটির এমআরপি ৪৩,১৯০ টাকা হলেও, আপনি এটি Union Bank of India-এর মাধ্যমে মাত্র মাসিক ২০৩৩ টাকা ইএমআই-তে কিনতে পারবেন, তাও ২৪ মাসের ফ্লেক্সিবল পেমেন্ট প্ল্যানে।

আরও পড়ুন- জলের দরে সেরা ল্যাপটপ!Lenovo-Dell থেকে HP, হুহু করে কমল দাম

Advertisment

ফিচারস যা আপনাকে মুগ্ধ করবেই:

১ টন কুলিং ক্যাপাসিটি: ৫ মিনিটেই ১৭০ স্কোয়ার ফিট রুম ঠান্ডা।

ডিজিটাল ডিসপ্লে ও স্মার্ট কন্ট্রোল: টেম্পারেচার নিয়ন্ত্রণ এক ক্লিকে।

নীরব মোড: ঘুমের সময়ও চলবে আরামদায়কভাবে।

ইনবিল্ট ডিহিউমিডিফায়ার: আর্দ্রতার দিনেও থাকবে শুষ্কতা।

৫ স্টার এনার্জি রেটিং: কম বিদ্যুৎ খরচ।

বিচ্ছিন্নযোগ্য ফিল্টার: নিজেই পরিষ্কার করুন, সার্ভিসিংয়ের ঝামেলা নেই।

ছোট ফ্ল্যাট ও ভাড়া বাড়ির জন্য আদর্শ

এই এসিটি ইনস্টল করার জন্য কোনও দেওয়াল কাটা বা বড় প্লাম্বিংয়ের দরকার হয় না। এর কমপ্যাক্ট ডিজাইন ছোট ঘর বা স্টুডিও অ্যাপার্টমেন্টের জন্য আদর্শ।

আরও পড়ুন- হুহু করে কমবে বিদ্যুৎ বিল! ১.৫ টন ইনভার্টার Split-AC-তে পান বাম্পার ছাড়, Hitachi থেকে Carrier বেছে নিন সেরা মডেল

আরও কিছু অ্যাডভান্সড ফিচার:

  • Remote control 

  • Timer mode

  • Auto restart

  • মোবাইল অ্যাপ-সাপোর্টেড স্মার্ট কন্ট্রোল

আরও পড়ুন- ল্যাপটপের সবচেয়ে বড় সেল! প্রিমিয়াম সিরিজে পান বিরাট ছাড়, এখনই কিনুন সেরা ব্র্যান্ডের মডেল মাত্র ৩০ হাজারে

ওয়ারেন্টি ও সার্ভিসিং

  • ১ বছরের ওয়ারেন্টি

  • অন-সাইট সার্ভিস সুবিধা

  • অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করা যাবে

আরও পড়ুন- বুক কেঁপে উঠল টিভিএস-ওলার! দেশের সবচেয়ে সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটারে এত দুর্দান্ত ফিচার?

এই সব কারণে, এখনই গরম থেকে মুক্তি পেতে ‘ছোটু’ এসি আপনার ঘরে নিয়ে আসুন, মাত্র ২০৩৩ টাকা ইএমআইতে! 

India Ac Portable