/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/nasa.jpg)
মঙ্গল, চাঁদ, নিয়ে গবেষণার অন্ত নেই। গভীর থেকে গভীরতম গবেষণা চালিয়ে যাচ্ছে নাসার বিজ্ঞানীরা। চুলচেরা বিশ্লেষন করে একটু একটু করে রহস্যের জট ছাড়াচ্ছেন তাঁরা। এবার নতুন লক্ষ্য। জানা যাচ্ছে, সৌর জগতের শুক্র, বৃহস্পতি, নেপচুনে যেতে চায় নাসার মহাকাশ বিজ্ঞানীরা।
সৌরজগতের বিভিন্ন অংশে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে নাসা। শুক্রের জন্য দুটি মিশনের জন্য কাজ চলছে। এরপর বৃহস্পতির চাঁদে এবং শেষটি হবে ট্রাইটনে যা নেপচুনের চাঁদ।
এদিকে, সূর্য কে আরও কাছ থেকে দেখতে প্রস্তুত নাসা। ইউরোপিয়ান স্পেস এজেন্সির সঙ্গে যৌথ উদ্যোগে উৎক্ষেপণ করা হয়েছে প্রথম সৌর অরবিটার। এটি প্রথম মহাকাশ যান যা সূর্যের ছবি তুলে পৃথিবীতে পাঠাবে।
It’s official - we’re headed to the Sun! ☀️
At 11:03pm ET on Sunday, Feb. 9, #SolarOrbiter, an international collaboration between @ESA and NASA, launched on its journey to study our closest star: https://t.co/5R6yR18x2S
Photo Credit: @ulalaunchpic.twitter.com/zSjBkzocJP
— NASA (@NASA) February 10, 2020
প্রথম জার্মানির ডারমস্টাডেটের ইউরোপীয় স্পেস অপারেশনস সেন্টারের মহাকাশ বিজ্ঞানীরা সংকেত পায় মহাকাশ যান থেকে। তাঁরা জানিয়েছেন, সোলার অরবিটারের সৌর প্যানেলগুলি সফল ভাবে প্রতিস্থাপিত হয়েছে।
নাসা জানিয়েছে, এখন ওই মহাকাশ যান তার অ্যান্টেনা ও সৌর প্যানেল গুলি যথাযথ ভাবে স্থাপন করবে। এরপরই, তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। কক্ষপথে থেকে ছবি তুলবে মহাকাশ যান। বুধের কক্ষপথ থেকে সূর্য এবং পৃথিবীর মধ্যেকার সম্পর্ক করবে এই মহাকাশযান।