Advertisment

Bhai Dooj Gift Ideas: ভাইফোঁটায় বোনকে দিন দুর্দান্ত এই উপহার! উৎসবের মুহূর্তকে করে তুলুন আরও 'স্পেশ্যাল'

Bhai Dooj 2024: ভাই ও বোনের মধ্যে অটুট 'বন্ধন'কে উদযাপন করা হয় এই উৎসবে। বোনেরা ভাইদের কপালে মঙ্গল তিলক পরিয়ে দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। বিনিময়ে ভাইরা বোনদের উপহার দেয় এবং সারাজীবন যে কোন ধরণের বিপদ থেকে রক্ষার প্রতিশ্রুতি দেয়।

author-image
IE Bangla Tech Desk
New Update
Bhai Dooj Gift Ideas:ভাইফোঁটায় ভাইয়েরা বোনেদের কী উপহার দেবেন, তা ভেবে বেশ 'কনফিউড'

জেনে নিন ভাইফোঁটার সেরা কিছু গিফট আইটেম

Bhai Dooj 2024 Gift Ideas: 'উৎসবের' দেশ ভারত । ১২ মাসে ১৩ পার্বন লেগেই থাকে। প্রতিটি দিনই আমাদের কাছে কোনো না কোনো কারণে  'বিশেষ'। চলছে উৎসবের মরসুম।  সামনেই দিওয়ালি। তার পরেই ভাইফোঁটা। উৎসবের এই বিশেষ দিনগুলিকে আমরা সকলেই খুব আড়ম্বরে উদযাপন করি। বিশেষ এই দিনের উদযাপনের পিছনে শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসই যে রয়েছে তা নয়, এর  সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল নিজের পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে উৎসবের বিশেষ এই দিনটিকে সেলিব্রেট করা। 

Advertisment

’কালীপুজো এবং দীপাবলির পর পরই বাঙালির ঘরে ঘরে উদযাপিত হয় ভাইফোঁটা৷ আশ্বিন বা কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইয়ের কপালে মঙ্গল তিলক এঁকে, তাঁর শুভকামনা করেন বোন বা দিদি। এই বছর ২ নভেম্বর ২০২৪, রাত ৮:২১ মিনিট থেকে ৩ নভেম্বর ২০২৪, রাত ১০:০৫ মিনিট পর্যন্ত দ্বিতীয়া তিথি রয়েছে। ভাইফোঁটার অপরাহ্ন কাল ৩ নভেম্বর ২০২৪, দুপুর ১:১৭ মিনিট থেকে বিকেল ৩:৩৮ মিনিট।  

মাত্র দশ হাজারের কমে পান সেরা 5G স্মার্টফোন, এমন অফার আর পাবেন না!

ভাই ও বোনের মধ্যে অটুট 'বন্ধন'কে উদযাপন করা হয় এই উৎসবে। বোনেরা ভাইদের কপালে মঙ্গল তিলক পরিয়ে দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। বিনিময়ে ভাইরা বোনদের উপহার দেয় এবং সারাজীবন যে কোন ধরণের বিপদ থেকে রক্ষার প্রতিশ্রুতি দেয়। ভাইফোঁটায় ভাইয়েরা বোনেদের কী উপহার দেবেন, তা ভেবে বেশ 'কনফিউড'। আজকের এই প্রতিবেদনে ভাইফোঁটার সেরা কিছু গিফট আইটেম নিয়ে আলোচনা করা হল, যার মাধ্যমে আপনি আপনার বোনকে বিশেষ দিনে খুশি করতে পারেন। 

দেখে নিন ভাইফোঁটার সেরা কিছু উপহার সামগ্রী- 

গহনা-

সব মেয়েদের জন্য গহনার চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারে না, আপনি আপনার বোনকে একটি সোনার আংটি বা চেন উপহার দিতে পারেন। পাশাপাশি আপনি আপনার বোনকে কসটিউম জুয়েলারি যেমন অ্যাঙ্কলেট, কানের দুল, উপহার হিসাবে দিতে পারেন যা আপনার বোনের দারুণ পছন্দ করবে।

শপিং কার্ড-
আপনি যদি আপনার বোনকে দরকারী কিছু উপহার দিতে চান তবে আপনি যে কোনও ভাল অনলাইন শপিং অ্যাপ থেকে তাকে একটি শপিং কার্ড উপহার দিতে পারেন। সে তার প্রয়োজন অনুযায়ী যে কোন সময় তার পছন্দের আইটেম কিনে নিতে পারেন।  

জিম মেম্বারশিপ-
জিম মেম্বারশিপ একটি ভাল এবং কার্যকর উপহার। এর মাধ্যমে আপনার বোন শারীরিক ও মানসিক ভাবে ফিট থাকতে পারে। আপনি আপনার বোনকে ফিটনেস সম্পর্কে সচেতন করতে পারেন এই উপহারের মাধ্যমে।  আপনি আপনার বোনকে ৬ মাস বা ১ বছরের জিমের মেম্বারশিপ উপহার দিতে পারেন।

স্মার্ট ওয়াচ-
মেয়েরা ঘড়ি দারুণ পছন্দ করে। আপনি ভাইফোঁটায়  আপনার বোনকে একটি স্মার্টওয়াচ উপহার দিতে পারেন। ফ্লিপকার্ট, অ্যামাজনে দিওয়ালি সেলে আপনি অনেক কম দামে পেয়ে যেতে পারেন অত্যাধুনিক ফিচার্সের সেরা স্মার্টওয়াচ একাধিক কালার অপশনে। 

মেকআপ কিট-
মেয়েরা মেক-আপ করতে ভালোবাসে, আপনি যদি আপনার বোনকে উপহার দিয়ে খুশি করতে চান, তাহলে আপনি তাদের পছন্দের মেক-আপ কিট উপহার দিতে পারেন।একটি ভাল ব্র্যান্ডের মেকআপ কিট উপহার হিসাবে একেবারে পারফেক্ট ।

পোশাক -
মেয়েদের পোশাকের প্রতি সব সময় একটা আলাদা দুর্বলতা থাকে। আপনার বোনকে বিশেষ এই দিনে আপনি একটি সুন্দর পোশাক উপহার দিতে পারেন। তার পছন্দ অনুসারে ট্র্যাডিশ্যানাল পোশাক, টপ, জিন্স, কুর্তি উপহার দিতে পারেন।

বই-
আপনার বোন যদি বই পড়তে ভালবাসেন তাহলে আপনি তাকে কোন বই উপহার হিসাবে দিতে পারেন। যা আপনার বোনকে বিশেষ এই দিনে খুশিতে ভরিয়ে দেবে। 

bhaifota Bhai Dooj
Advertisment