/indian-express-bangla/media/media_files/2025/09/19/cats-2025-09-19-12-53-04.jpg)
২০ হাজারের কমে AI ল্যাপটপ
বাজেটের মধ্যে নতুন ল্যাপটপ খুঁজছেন। এখন মাত্র ২০ হাজারেই পেয়ে যান আপনার স্বপ্নের ল্যাপটপ।
প্রাইমবুক নিয়ে এসেছে তাদের নতুন বাজেট-ফ্রেন্ডলি দুটি ল্যাপটপ। প্রাইমবুক ২ প্রো এবং প্রাইমবুক ২ ম্যাক্স ল্যাপটপ দুটি পড়ুয়া, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একেবারে পারফেক্ট। বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই ল্যাপটপ দুটি। এই নতুন মডেলগুলির মাধ্যমে প্রাইমবুকের লক্ষ্য হলো এআই ল্যাপটপকে সাধারণ ব্যবহারকারীর কাছে আরও সহজলভ্য করে তোলা।
তুঙ্গে উন্মাদনা! আজ থেকে শুরু iPhone 17 সিরিজের বিক্রি, জানুন দাম, অফার, EMI অপশন, ডিসকাউন্ট
ভারতে প্রাইমবুক ২ প্রো-এর দাম নির্ধারণ করা হয়েছে ১৭,৯৯০ টাকা, আর প্রাইমবুক ২ ম্যাক্স-এর দাম ১৯,৯৯০ টাকা। এই ল্যাপটপগুলি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন এবং ফ্লিপকার্টের মাধ্যমে ক্রেতারা কিনতে পারবেন। কোম্পানির ওয়েবসাইট থেকে কিনলে পেয়ে যাবেন অতিরিক্ত ৫০০ টাকা ছাড়ও। এই দুটি ল্যাপটপ Acer Aspire 3, Lenovo Chromebook, ASUS Chromebook এবং Lenovo IdeaPad 3-এর মতো জনপ্রিয় বাজেট ল্যাপটপের সঙ্গে প্রতিযোগিতা করবে।
Youtube: ইউটিউব ভিডিওতে ১,২০০ ভিউ পেলে ক্রিয়েটররা কত টাকা পান? জানুন উপার্জনের হাল হাকিকত
প্রাইমবুক ২ প্রো-তে রয়েছে ১৪.১ ইঞ্চি ফুল এইচডি আইপিএস অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে, ১২৮ জিবি ইউএফএস স্টোরেজ এবং একবার চার্জে ১৪ ঘন্টা ব্যাটারি লাইফ। প্রাইমবুক ২ ম্যাক্সে রয়েছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে, ২৫৬ জিবি স্টোরেজ এবং একবার চার্জে ১২ ঘন্টা ব্যাটারি লাইফ।
উভয় ল্যাপটপেই রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, ৮ জিবি র্যাম এবং Android 15 বেসড PrimeOS 3.0। দুটি ল্যাপটপেই ১৪৪০-পিক্সেলের ওয়েবক্যাম, নয়েজ ক্যানসেলেশন মাইক্রোফোন, ডুয়াল স্টেরিও স্পিকার, দ্রুত চার্জিংসহ ডুয়াল USB-A ও USB-C পোর্ট এবং ব্যাকলিট কীবোর্ড। এছাড়াও, মাইক্রোএসডির মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়।
Facebook Earning Tips: ৫ হাজার ভিউয়ে কত টাকা দেয় ফেসবুক? জানলে দেরি না করে আজ থেকেই ভিডিও বানাবেন!
সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো উভয় ল্যাপটপেই বিল্ট-ইন এআই ফিচার, যেমন এআই কম্প্যানিয়ন এবং এআই বেসড গ্লোবাল সার্চ ফিচার ব্যবহারকারীদের কাজ আরও দ্রুত ও স্মার্ট করে দেবে।