Advertisment

BSNL Fancy Number: নিজের জন্য ভিআইপি নম্বর চান? BSNL নিয়ে এসেছে দারুণ সুযোগ, জেনে নিন আবেদন করার সহজ উপায়

BSNL Fancy Number: আপনি যদি BSNL VIP নম্বর নিতে চান, তাহলে আপনি ই- নিলামে অংশ নিয়ে আপনার পছন্দের নম্বর বুক করতে পারেন। ই-নিলামে অংশগ্রহণ করে আপনি কীভাবে আপনার ভিআইপি বা অভিনব নম্বর বুক করতে পারবেন তা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হল।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
BSNL VIP Number

নিজের জন্য ভিআইপি নম্বর চান? জেনে নিন আবেদন করার সহজ উপায়

BSNL Fancy Number: যারা ভিআইপি নম্বর চান তাদের জন্য সুখবর, BSNL নিয়ে এসেছে দারুণ সুযোগ, জেনে নিন আবেদন করার সহজ উপায়।

Advertisment

আপনি যদি BSNL VIP নম্বর নিতে চান, তাহলে আপনি ই- নিলামে অংশ নিয়ে আপনার পছন্দের নম্বর বুক করতে পারেন। ই-নিলামে অংশগ্রহণ করে আপনি কীভাবে আপনার ভিআইপি বা অভিনব নম্বর বুক করতে পারবেন তা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হল।

বাম্পার ডিসকাউন্টে কিনুন সাধের টু-হুইলার! দিওয়ালি উপলক্ষ্যে পান হাজার হাজার টাকা ছাড়ের সুযোগ

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল আজকাল মানুষের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠছে। BSNL তার গ্রাহকদের জন্য নিয়ে আসছে একের পর এক দুর্দান্ত সব অফার। অন্যান্য টেলিকম কোম্পানির তুলনায় BSNL-এর অনেক সস্তার রিচার্জ প্ল্যান  রয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই বিএসএনএল-এ তাদের নম্বর পোর্ট করছেন। শীঘ্রই BSNL-এর 4G কানেক্টিভিটিও সারা দেশে পাওয়া যাবে। এছাড়াও, BSNL 5G নিয়েও কাজ করছে।

এয়ারটেলের দূরন্ত কীর্তি! তিন প্ল্যানে পান ৫ লক্ষ টাকা বীমার সুবিধা

এখন বিএসএনএল তার গ্রাহকদের জন্য ভিআইপি নম্বরের সুবিধা শুরু করেছে। এতে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী বিএসএনএল-এর ভিআইপি নম্বর কিনতে পারবেন। আপনিও যদি বিএসএনএল-এর ভিআইপি নম্বর কিনতে চান, তাহলে আপনি ই-নিলামে অংশ নিয়ে আপনার নম্বর বুক করতে পারেন। ই-নিলামে অংশগ্রহণ করে আপনি কীভাবে আপনার ভিআইপি বা অভিনব নম্বর বুক করবেন?

কীভাবে ই-নিলামে অংশগ্রহণ করবেন-

-ই-নিলামে অংশ নিতে প্রথমে BSNL ওয়েবসাইট https://eauction.bsnl.co.in/-এ যান।
-এর পরে, আপনার টেলিকম সার্কেল বেছে নিয়ে নিজেকে রেজিস্টার করুন।
-এর পরে, সমস্ত তথ্য লিখুন এবং এগিয়ে যান।
-এখন আপনি উপলব্ধ ভিআইপি নম্বরগুলির তালিকা দেখতে পাবেন।
-তালিকা থেকে আপনার পছন্দের নম্বরটি নির্বাচন করুন এবং অর্থপ্রদান করুন।
-গোটা প্রক্রিয়া সম্পন্ন হলে, আপনি আপনার ভিআইপি নম্বর পেয়ে যাবেন।  
-ই-নিলামে অংশ নিতে আপনার অবশ্যই ভারতীয় নাগরিকত্ব থাকতে হবে। 

bsnl
Advertisment