Advertisment

২০ টাকাতেই প্রজাতন্ত্র দিবসের প্যারেডের টিকিট, কীভাবে মিলবে? জানুন পদ্ধতি

টিভির পর্দায় কুচকাওয়াজ না দেখে একেবারে চোখের সামনে দেখুন প্রজাতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠান।

author-image
IE Bangla Tech Desk
New Update
republic day parade tickets online booking 2024 ticket price, republic day parade, Republic day parade tickets online booking 2024 ticket price delhi, republic day parade tickets online booking 2024 delhi, republic day tickets official website, ministry of defence republic day tickets, republic day parade tickets ministry of defence, republic day parade tickets offline, republic day parade tickets online booking 2023, aamantran mod gov in, republic day parade tickets online, 26 january, 26 january parade

২০টাকাতেই প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবসের প্যারেডের টিকিট, কীভাবে মিলবে? জানুন পদ্ধতি

অনলাইনে মিলবে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের টিকিট। প্রজাতন্ত্র দিবসের প্যারেডের টিকিট কিনতে আপনাকে কোনো পোস্ট অফিস বা সরকারি অফিসে যেতে হবে না। আপনি সহজেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেই বুকিং করে নিতে পারেন ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডের টিকিট।

Advertisment

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লিতে আয়োজিত প্যারেড দেখতে সকলেই ভালবাসেন। সকাল সকাল টিভির পর্দায় কুচকাওয়াজ দেখতে চোখ রাখেন সকলেই। ভারতের তিন সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিনিধিরা এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

প্রতি বছর লাখ লাখ মানুষ প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখতে আসেন দিল্লিতে। প্রতিরক্ষা মন্ত্রক প্যারেড দেখার জন্য টিকিট জারি করে। ঘরে বসে অনলাইনে টিকিট বুক করতে পারেন।

অনলাইন টিকিট বুকিং
প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েব পোর্টাল www.aaamantran.mod.gov.in-এ প্রজাতন্ত্র দিবসের প্যারেডের টিকিট অনলাইনে বুক করা যাবে। একটি টিকিট বুক করতে, আপনাকে প্রথমে আপনার নাম, ইমেল আইডি এবং মোবাইল নম্বর প্রবেশ করে রেজিস্টার করতে হবে।

রেজিস্ট্রেশনের পর মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। আপনাকে এই OTP ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট যাচাই করতে হবে। এর পরে আপনি প্যারেড দেখার জন্য টিকিট বুক করতে পারেন।

টিকিটের মূল্য
প্রজাতন্ত্র দিবসের প্যারেড টিকিটের মূল্য ২০টাকা থেকে ৫০০টাকা পর্যন্ত। টিকিটের মূল্য আপনার আসনের অবস্থানেরউপর নির্ভর করে। ৫০০টাকার মূল্যের টিকিট কিনলে, আপনি VVIP আসনের পিছনে একটি আসন পেতে পারেন এখান থেকে আপনি কুচকাওয়াজ এবং অনুষ্ঠানগুলি দারুণ ভাবে উপভোগ করতে পারবেন।

এছাড়াও ২০টাকা ১০০টাকার টিকিট পাওয়া যাবে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার জন্য সরকারি পরিচয়পত্র বহন করতে হবে।

টিকিট অফলাইনেও পাওয়া যাবে
অফলাইনে টিকিট বুক করতে, আপনাকে ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (আইডিটিসি) ট্রাভেল কাউন্টার, দিল্লি ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (ডিটিডিসি) কাউন্টার এবং বিভাগীয় বিক্রয় কাউন্টারগুলিতে যেতে হবে। এই কাউন্টারগুলিতে আপনাকে আপনার পরিচয়ের প্রমাণ দেখাতে হবে। এর পরে, আপনাকে টিকিট বুক করার জন্য একটি ফি প্রদান করতে হবে।

Republic Day
Advertisment