New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/03/29214131_1771220482900896_1122049094999605248_n.jpg)
রেডিও ইমাজিন গ্যাজেটের সাহায্যে বাড়ির দেওয়ালের ভিতরের অবস্থা দেখতে পাবেন সহজেই।
নতুন বাড়ি, দেওয়ালের ভেতর দিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে বসানো হয়েছে ইলেক্ট্রিক ওয়্যার থেকে শুরু করে জলের পাইপ। তারপরেও হঠাৎ শর্টসার্কিট বা পাইপ লিকেজের মত সমস্যা। ঘাবড়াবেন না! সমস্যার সমাধান এবার হাতের মুঠোয়। মুশকিল আসান রয়েছে রেডিও ইমাজিন গ্যাজেট।
রেডিও ইমাজিন গ্যাজেটের সাহায্যে বাড়ির দেওয়ালের ভিতরের অবস্থা দেখতে পাবেন সহজেই।