বাড়ির দেওয়ালের মধ্যে পাইপ বা ইলেক্ট্রিক ওয়্যারে সমস্যা? মুশকিল আসান করবে রেডিও ইমাজিন গ্যাজেট!

নতুন বাড়ি, দেওয়ালের ভেতর দিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে বসানো হয়েছে ইলেক্ট্রিক ওয়্যার থেকে শুরু করে জলের পাইপ। তারপরেও হঠাৎ শর্টসার্কিট বা পাইপ লিকেজের মত সমস্যা। ঘাবড়াবেন না! সমস্যার সমাধান এবার হাতের মুঠোয়। মুশকিল আসান রয়েছে রেডিও ইমাজিন গ্যাজেট।

নতুন বাড়ি, দেওয়ালের ভেতর দিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে বসানো হয়েছে ইলেক্ট্রিক ওয়্যার থেকে শুরু করে জলের পাইপ। তারপরেও হঠাৎ শর্টসার্কিট বা পাইপ লিকেজের মত সমস্যা। ঘাবড়াবেন না! সমস্যার সমাধান এবার হাতের মুঠোয়। মুশকিল আসান রয়েছে রেডিও ইমাজিন গ্যাজেট।

author-image
IE Bangla Web Desk
New Update
রেডিও ইমাজিন গ্যাজেটের সাহায্যে বাড়ির দেওয়ালের ভিতরের অবস্থা দেখতে পাবেন সহজেই।

রেডিও ইমাজিন গ্যাজেটের সাহায্যে বাড়ির দেওয়ালের ভিতরের অবস্থা দেখতে পাবেন সহজেই।

নতুন বাড়ি, দেওয়ালের ভেতর দিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে বসানো হয়েছে ইলেক্ট্রিক ওয়্যার থেকে শুরু করে জলের পাইপ। তারপরেও হঠাৎ শর্টসার্কিট বা পাইপ লিকেজের মত সমস্যা। ঘাবড়াবেন না! সমস্যার সমাধান এবার হাতের মুঠোয়। এক্ষেত্রেও মুশকিল আসান রয়েছে আপনার কাছেই, শুধু নিজের স্মার্টফোনে লাগাতে হবে এই গ্যাজেটটি।

Advertisment

publive-image স্মার্টফোনে লাগাতে হবে রেডিও ইমাজিন গ্যাজেট।


ওয়ালবট DIY তৈরি করেছে একটি নতুন গ্যাজেট, নাম রেডিও ইমাজিন গ্যাজেট। এটি দেওয়ালের ভিতরের অবস্থা দেখতে সাহায্য করবে আপনাকে। অর্থাৎ দেওয়ালের ভেতর পাইপ বা ইলেক্ট্রেক ওয়্যারে কোনও সমস্যা দেখতে পাবেন এই গ্যাজেটের সাহায্যে। গ্যাজেটটির দাম ৫১৮১ টাকা।