Advertisment

Rajdoot 250: প্রযুক্তির সঙ্গে নস্টালজিয়ার এক অপরূপ মেলবন্ধন, বাজারে নয়া রূপে আসছে লেজেন্ডারি বাইক Rajdoot!

Rajdoot 250: বাজারে আসছে স্টাইলিশ লুক সহ ২৫০ সিসির শক্তিশালী Rajdoot বাইক।সমসাময়িক প্রযুক্তিতে ভর করে নস্টালজিয়াকে সঙ্গী করে শীঘ্রই বাজারে আসতে চলেছে এই আইকনিক বাইক।

author-image
IE Bangla Tech Desk
New Update
rajdoot bike

প্রযুক্তির সঙ্গে নস্টালজিয়ার এক অপরূপ মেলবন্ধন, বাজারে নয়া রূপে আসছে লেজেন্ডারি বাইক Rajdoot!

Rajdoot 250: লেজেন্ডারি বাইক Rajdoot! শীঘ্রই নতুন অবতারে কামব্যাক, কিনবেন নাকি? বাজারে আসছে স্টাইলিশ লুক সহ ২৫০ সিসির শক্তিশালী Rajdoot বাইক। কপালে রীতিমত চিন্তার ভাঁজ পড়েছে Royal Enfield-এর!   

Advertisment

আইকনিক রাজদূত মোটরসাইকেল ৭০ এর দশকে রাস্তা কাঁপিয়ে কার্যত দাপিয়ে বেড়াত। সমসাময়িক প্রযুক্তিতে ভর করে নস্টালজিয়াকে সঙ্গী করে শীঘ্রই বাজারে আসতে চলেছে Rajdoot ২৫০ বাইক। 

শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে Rajdoot ২৫০ বাইক, যা বাইকের বাজারে ঝড় তুলতে যথেষ্ট। এই ভেরিয়েন্টটি মানুষ দারুণ পছন্দ করবেন বলেই আশা করছে সংস্থা। কোম্পানির তরফে দাবি করা হয়েছে Rajdoot ২৫০ বাইকে মিলবে  চমৎকার মাইলেজও।আমরা যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গুজবগুলি বিশ্বাস করি তবে এই ভেরিয়েন্টটি শীঘ্রই লঞ্চ হতে চলেছে। 

২৫০ সিসির আইকনিক এই বাইকটি আগামী বছর মার্চের মধ্যে বাজারে লঞ্চ হবে বলে জল্পনা। বাইকটি ৯০-এর দশকেও বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এই মডেলটির চিত্তাকর্ষক স্টাইলে ইতিমধ্যে নজর কেড়েছে বাইক প্রেমীদের মধ্যে। যদিও কোম্পানির পক্ষ থেকে বাইকটি কবে লঞ্চ হতে পারে সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

Ola-Ather-কে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে রাস্তায় ছুটবে Honda Activa ইলেকট্রিক! কবে লঞ্চ?

Rajdoot ২৫০ সিসি বাইকের তাক লাগানো ফিচার্স
রাজদূত ২৫০ সিসি বাইকে দুর্দান্ত কিছু ফিচার্স দিতে চলেছে কোম্পানি। বাইকটিতে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওডোমিটার, ট্রিপ মিটার, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, সামনে এবং পিছনের চাকায় ডিস্ক ব্রেক, টিউবলেস টায়ার, অ্যালয় হুইল ইত্যাদি ফিচার্স থাকতে পারে বলেই লিক হওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে। এছাড়াও আইকনিক এই বাইকে থাকতে পারে এলইডি হেডলাইট, আরামদায়ক লম্বা সিটের মতো আরও অনেক ভালো ফিচার্সও। বাইকের শক্তিশালী ইঞ্জিন সর্বোচ্চ 22 Nm টর্ক সহ 20 Bhp শক্তি উৎপন্ন করবে। এর মাইলেজ প্রতি লিটারে ৬৫ কিলোমিটার।

ছোট পরিবারের জন্য একেবারে পারফেক্ট! বাজেট ৫ লাখ? বাড়িতে আনুন দুর্দান্ত এই ফ্যামিলি কার

রাজদূত ২৫০ বাইকের দাম
Rajdoot ২৫০ বাইকের দামও মানুষের বাজেটের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। লঞ্চের তারিখ এবং দাম সম্পর্কে কোম্পানি এখনও কিছু জানায়নি। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গুজব বিশ্বাস করি, রাজদূত ২৫০ বাইকের দাম হতে চলেছে ২ লক্ষ টাকা। বিক্রয় বাড়ানোর জন্য কোম্পানি আনতে চলেছে সেরা ইএমআই প্ল্যানও। 

bike
Advertisment