Advertisment

Raptee T30: ২০০ কিলোমিটারের বিরাট মাইলেজ, ইভি সেগমেন্টে ঝড় তুলল এই ই-বাইক, হাজার টাকাতেই করুন বুকিং

Raptee T30: চেন্নাই-বেসড লেকট্রিক টু-হুইলার স্টার্টআপ, Raptee.HV, তার প্রথম ই-বাইক Raptee T30 লঞ্চ করেছে। এটি চারটি রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Raptee T30

সিঙ্গেল চার্জে 200 কিলোমিটার রেঞ্জ সহ অত্যাধুনিক এই ইলেকট্রিক বাইক বুক করুন মাত্র এক হাজার টাকায়।

Raptee T30: ভারতে দিনে দিনে বৈদ্যুতিক স্কুটার, বাইকের চাহিদা যেন বেড়েই চলেছে। আর সেই চাহিদার কথা মাথায় রেখে একের পর এক কোম্পানি নিয়ে আসছে নিত্য নতুন ইভি। এবার আপনাদের জন্য এক আকর্ষণীয় অফার নিয়ে হাজির  Raptee.HV। সিঙ্গেল চার্জে  200 কিলোমিটার রেঞ্জ সহ অত্যাধুনিক এই ইলেকট্রিক বাইক বুক করুন মাত্র এক হাজার টাকায়।  

Advertisment

BSNL 4G-র জন্য অপেক্ষা করছেন? কবে চালু 5G পরিষেবা? রইল লেটেস্ট আপডেট

চেন্নাই-বেসড লেকট্রিক টু-হুইলার স্টার্টআপ, Raptee.HV, তার প্রথম ই-বাইক Raptee T30 লঞ্চ করেছে। এটি চারটি রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে। কোম্পানিটি ই-মোটরসাইকেলকে 250cc থেকে 300cc ইঞ্জিনের মোটরসাইকেলের সাথে তুলনা করছে। Raptee T30 বাইকটি সিঙ্গেল চার্জে চলবে 200 কিমি পথ। এছাড়াও, কোম্পানি বলেছে যে এটি ভারতের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল, যাতে রয়েছে CCS2 চার্জিং পাওয়ার সাপোর্ট।  

ভারতে Raptee T30 দাম 
Raptee T30 ভারতে 2.39 লক্ষ টাকার এক্স-শোরুম মূল্যে লঞ্চ করা হয়েছে। আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাত্র 1,000 টাকায় বুক করতে পারবেন এই ই-বাইক।

সুনামি গতিতে কমবে বিদ্যুৎ বিল! নামী ব্র্যাণ্ডের BLDC সিলিং ফ্যানে রয়েছে বড়সড় ছাড়

Raptee T30 স্পেসিফিকেশন
Raptee T30 ই-বাইকটি সিঙ্গেল চার্জে 200 কিলোমিটারের দীর্ঘ রেঞ্জ প্রদান করে। মোটরসাইকেলটিতে রয়েছে IP67 রেটিং। কোম্পানি এই ই-বাইকে আট বছর বা 80,000 কিলোমিটার পর্যন্ত ব্যাটারির ওয়ারেন্টিও দিচ্ছে। 

Electric scooter Electric Vehicle
Advertisment