Advertisment

১৯৭৬ সালের কম্পিউটারের দাম প্রায় ২.১ কোটি টাকা

মডেলটির দাম আরও বাড়তে পারে। অবশ্য এখনই যা দাম উঠেছে, তা দিয়ে একটি বিলাসবহুল ২০১৯ অ্যাস্টন মার্টিন DBS সুপারলেগেরা গাড়ি কিনে ফেলতে পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
apple-1-computer-wikimedia-commons-759

অ্যাপেল ওয়ান বিশেষজ্ঞ কোরে কোহেন এই কম্পিউটারকে ১০ এর মধ্যে ৮.৫ পয়েন্ট দিয়েছেন।

অ্যাপেল ওয়ান কম্পিউটারকে মনে রেখেছেন কজন? সেই আদ্যিকালের বদ্যিবুড়োর জমানার, না আছে গ্রাফিক্স, না আছে ডলবি সাউন্ড, না সে স্মার্ট হওয়ার তকমা পেয়েছে। তাতে কী, নিলামে বিক্রি হতে চলেছে অ্যাপেল ওয়ান। এবং আপাতত এর দাম উঠেছে, ৩০০,০০০ মার্কিন ডলার। মানে ভারতীয় মুদ্রায় ২.১ কোটি টাকা। এটি সেই প্রথম জেনারেশনের 'বাইট শপ' Apple-1 মডেল।

Advertisment

CNET-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মডেলটির দাম আরও বাড়তে পারে। অবশ্য এখনই যা দাম উঠেছে, তা দিয়ে অনায়াসে একটি বিলাসবহুল ২০১৯ অ্যাস্টন মার্টিন DBS সুপারলেগেরা গাড়ি কিনে ফেলতে পারেন।

সত্তরের দশকে স্টিভ জোবস ও স্টিভ ওজনিয়াক এই ডেস্কটপ কম্পিউটারটি ডিজাইন করেছিলেন। এই মুহূর্তে সারা পৃথিবীতে মাত্র ৬০ টি অ্যাপেল ওয়ান কম্পিউটার রয়েছে। আগামী মাসে বস্টনে জনপ্রিয় RR Auction এর মাধ্যমে নিলামে উঠতে চলেছে এই কম্পিউটার।

ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে নিলামের। কম্পিউটারে নেই মাদারবোর্ড। তাতে সমস্যা নেই। কম্পিউটারের আসল মনিটর ও কীবোর্ড সহ অনায়াসে দাম উঠবে কোটি টাকা। তবে উল্লেখ্য নিলামের দিন চালানো হবে এই কম্পিউটার। এখন এক ক্লিকে উইনডো না খুললে যেমন মাথা গরম হয়, নিলামের দিন অবগত হবেন ১৯৭৬ সালে চলা কম্পিউটারের স্পিড সম্পর্কে। সম্প্রতি এক অ্যাপেল ওয়ান বিশেষজ্ঞ কোরে কোহেন এই কম্পিউটারকে ১০ এর মধ্যে ৮.৫ পয়েন্ট দিয়েছেন।

apple
Advertisment