Advertisment

Ratan Tata Instagram: মৃত্যুর পর লক্ষ লক্ষ নতুন ফলোয়ার রতন টাটার, কোন দুটি ইন্সটা অ্যাকাউন্ট ফলো করতেন প্রয়াত শিল্পপতি?

Ratan Tata Instagram: কিছু মানুষ মৃত্যুর পর তাঁর কর্মের মধ্যে দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। ঠিক তেমনই একজন শিল্পপতি রতন টাটা। ৮৬ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেও মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন তিনি।

author-image
IE Bangla Tech Desk
New Update
ratan TAta

সদ্য প্রয়াত রতন টাটার ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যা বেড়েছে ১০ লক্ষের বেশি।

Ratan Tata Instagram: সদ্য প্রয়াত রতন টাটার ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যা বেড়েছে ১০ লক্ষের বেশি। মাত্র চার দিনে এই পরিসংখ্যান চোখ আঙুল দিয়ে দেখিয়েছে মৃত্যুর পরও মানুষের হৃদয়ে রাজত্ব করছেন প্রয়াত শিল্পপতি রতন টাটা। 
 
কিছু মানুষ মৃত্যুর পর তাঁর কর্মের মধ্যে দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। ঠিক তেমনই একজন শিল্পপতি রতন টাটা। ৮৬ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেও মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন তিনি। ইনস্টাগ্রামে তার ক্রমবর্ধমান ফলোয়াররা যেন সেটাই প্রমাণ করছে। রতন টাটার মৃত্যুর পর থেকে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা বেড়েছে এক মিলিয়নেরও বেশি। শিল্পপতি রতন টাটা ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে খুব সক্রিয় থাকতেন।

Advertisment

মহাকাশ খাতে ইতিহাস সৃষ্টি SpaceX-র, বিশ্বের সবচেয়ে ভারী রকেটের পরীক্ষা, বুস্টারের সফল অবতরণ!

রতন টাটার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশ থেকে বিদেশ সককেই শোকগ্রস্ত। মৃত্যুর পর মাত্র চারদিনের মাথায় প্রয়াত শিল্পপতির ইন্সটা অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা বেড়েছে ১০ লাখের বেশি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই রতন টাটা সম্পর্কে অজানা নানান স্মৃতি শেয়ার করছেন। যারা এতদিন রতন টাটাকে ইন্সটা অ্যাকাউন্টে ফলো করেন নি, মৃত্যুর পর তারাও এখন তাঁকে ফলো করছেন। টাটার করা আগের পোস্টের নিচে মন্তব্য করছেন এবং দুঃখ প্রকাশ করছেন।

১০ মিনিটেই পেয়ে যান ডোরস্টেপ ডেলিভারি! দুরন্ত পরিষেবা নিয়ে হাজির BSNL 4G

রতন টাটার ইনস্টাগ্রামে প্রায় ১০ মিলিয়ন ফলোয়ার ছিল। কিন্তু শিল্পপতির মৃত্যুর পর ৪ দিনের মধ্যে তাঁর ফলোয়ারের সংখ্যা বেড়েছে ১০ লাখ। কোটি কোটি ফলোয়ার থাকা সত্ত্বেও, তিনি ইনস্টাগ্রামে মাত্র ৬৭ টি পোস্ট শেয়ার করেছেন। জেনে অবাক হবেন যে এত মানুষ যে রতন টাটাকে ফলো করতেন সেই  রতন টাটা মাত্র 2টি অ্যাকাউন্ট ফলো করতেন। সেই তালিকায় মাত্র ২টি নাম রয়েছে - প্রথম নামটি মুম্বইতে অবস্থিত টাটা পশু হাসপাতালের ইন্সটা অ্যাকাউন্ট, দ্বিতীয়টি টাটা ট্রাস্টের ইন্সটা অ্যাকাউন্ট। যদি রতন টাটা জনপ্রিয়তার কথা বলি, X প্ল্যাটফর্মে রতন টাটারও কোটি কোটি ফলোয়ার রয়েছে। X প্ল্যাটফর্মে ১৩.২ মিলিয়ন ফলোয়ার রয়েছেন, এই সংখ্যাটি দ্রুত বাড়ছে । যেখানে রতন টাটা ফলোব্যাক করেছেন মাত্র ৭ জনকে। 

tata insta

ইনস্টাগ্রামে রতন টাটার শেষ পোস্ট
রতন টাটা ৯ অক্টোবর ইনস্টাগ্রামে তার শেষ পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি তার স্বাস্থ্য সম্পর্কে সকলকে অবহিত করেছিলেন এবং তিনি তাঁর স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার জন্য লোকেদের ধন্যবাদ জানিয়েছেন। রতন টাটার এই পোস্টটি প্রায় 2,664,124 জন লাইক করেছেন এবং হাজার হাজার মানুষ মন্তব্য করেছেন। 

ratan tata
Advertisment