Realme নিয়ে আসছে কোম্পানির নয়া স্মার্টফোন Realme 12 সিরিজ । ভারতের বাজারে ঝড় তুলতে আজই লঞ্চ হতে চলেছে Realme 12 5G এবং Realme 12+ 5G । লঞ্চের আগেই ফাঁস হয়ে গিয়েছে এই 5G স্মার্ট ফোনের দাম। ১৯ হাজারের কম দামে লঞ্চ হতে চলেছে Realme 12 5G-এর 8GB RAM, 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি। আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনে কী কী বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন রয়েছে।
Realme 12 5G এবং Realme 12+ 5G ভারতে ৬ মার্চ লঞ্চ হতে চলেছে। কিন্তু লঞ্চের আগেই দুটি ডিভাইসের দামই ফাঁস হয়ে গেছে। Realme 12 5G-এর 8GB RAM, 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে চলেছে 18,999 টাকা। ফোনটি দুটি রঙের বিকল্পে লঞ্চ হতে চলেছে। তার মধ্যে রয়েছে Twilight Purple এবং Woodland Green।
Realme 12+ 5G-এর 8GB RAM, 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম সম্ভবত হতে চলেছে 22,999 টাকা। ফোনটি ন্যাভিগেটর বেইজ এবং পাইওনিয়ার সবুজ রঙে আসতে চলেছে। নয়া এই স্মার্ট ফোনটিতে MediaTek Dimensity 6100+ SOC থাকবে বলেই জানা গিয়েছে। এছাড়াও থাকবে 8GB RAM। ফোনটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে। সঙ্গে থাকছে দুর্দান্ত ফটোগ্রাফির জন্য 108 মেগাপিক্সেল রিয়ার মেইন ক্যামেরা থাকবে।
Realme 12+ 5G স্পেসিফিকেশন
Realme 12+ 5G- মডেলে থাকতে পারে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.67-ইঞ্চি FHD+ (2,400 x 1,080 পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে। ফোনটির সর্বোচ্চ উজ্জ্বলতা 2000 নিট। এই ফোনে মিলবে রেইন ওয়াটার স্মার্ট টাচের সুবিধা। অর্থাৎ ভেজা হাতেও ফোন ব্যবহার করা যাবে। ফোনটিতে MediaTek Dimensity 7050 SoC রয়েছে যার সঙ্গে 12 GB RAM এবং 256 GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
এই ফোনটি Android 14 ভিত্তিক Realme UI 5.0-এ চলে। ফোনটির পেছনে তিনটি ক্যামেরা রয়েছে। রয়েছে 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি লেন্স। সঙ্গে রয়েছে একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রয়েছে 16 মেগাপিক্সেল AI ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে 5000mAh-এর ব্যাটারি সঙ্গে রয়েছে 67W SuperVOOC চার্জিং। ফোনটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এটির ওজন 190 গ্রাম।