Advertisment

Realme 14x 5G specifications: বছরশেষের বিরাট ধামাকা, IP69 রেটিং সহ নয়া 5G স্মার্টফোন আনতে চলেছে Realme

Realme 14x 5G specifications: ডিসপ্লের কথা বললে, এতে একটি 6.67 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে থাকবে। পাওয়ার ব্যাকআপের দিক থেকে এতে থাকবে 6,000 mAh ব্যাটারি থাকবে। ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য এই ফোনটিতে থাকবে IP69 রেটিং।

author-image
IE Bangla Tech Desk
New Update
Realme 14x 5G

Realme 14x 5G-তে কী কী বৈশিষ্ট্য থাকতে পারে?

Realme 14x 5G specifications:  আপনি যদি নতুন বছরের ঠিক আগে আপনার জন্য দুর্দান্ত একটি ফোন কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে Realme আপনার জন্য আনতে চলেছে ব্র্যাণ্ডের একটি নতুন 5G স্মার্টফোন। 

Advertisment

চিনা স্মার্টফোন কোম্পানি Realme আগামী সপ্তাহে ভারতে Realme 14x 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি জানিয়েছে ফোনটি 18 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে । এই মডেলটি হতে চলেছে Realme 12x এর একটি আপগ্রেডেড ভার্সন। নতুন স্মার্টফোনে Realme 12x এর তুলনায় অনেক নতুন ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

Realme 14x 5G-তে কী কী বৈশিষ্ট্য থাকতে পারে?

এখন পর্যন্ত ফাঁস হওয়া এবং বিভিন্ন রিপোর্ট অনুসারে, জানা গিয়েছে  এই Realme স্মার্টফোনটিতে তিনটি স্টোরেজ  ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।  ক্যামেরা সেটআপের দিক থেকে এই ফোনের পিছনের প্যানেলে থাকবে 2টি সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ থাকবে।

Advertisment

ডিসপ্লের কথা বললে, এতে একটি 6.67 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে থাকবে। পাওয়ার ব্যাকআপের দিক থেকে এতে থাকবে 6,000 mAh ব্যাটারি থাকবে। ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য এই ফোনটিতে থাকবে  IP69 রেটিং। পাশাপাশি সিকিউরিটির জন্য এই ফোনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 

দাম কত হবে?

কোম্পানি জানিয়েছে যে আগ্রহী গ্রাহকরা Realme এবং Flipkart-এর ওয়েবসাইট থেকে এই ফোনটি কিনতে পারবেন। এর দাম এখনও সামনে আনা হয়নি,  তবে অনুমান করা হচ্ছে যে এর দাম 11,999 টাকা থেকে এই স্মার্টফোনের শুরু হতে পারে।  কোম্পানি দাবি করেছে যে এটিই হবে দেশের প্রথম ফোন যা 15,000 টাকার কম দামে IP69 রেটিং সহ আসতে চলেছে। 

realme
Advertisment